‘পুরোনো বন্ধু’ তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করলেন প্রশান্ত কিশোর। শুক্রবার দু’জনে দেখা করেন। 

তবে এই সাক্ষাতের নেপথ্যে কোনও রাজনৈতিক সমীকরণ নেই। দাবি দুই ব্যক্তিত্বের। দিল্লিতে এই বৈঠক ঘিরে জোর গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

প্রশান্ত কিশোর জানান, নীতীশের শারীরিক কুশল জানতে তিনি ফোন করেছিলেন। সেই সময় নীতীশই নাকি পিকের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

বিহারের মুখ্যমন্ত্রী দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে প্রশান্তকে চেনেন। এই সাক্ষাতের নেপথ্যে রাজনীতি খোঁজা উচিত নয়।

রাজনৈতিক কিন্তু-পরন্তুর মাঝেও আজকের সাক্ষাত ঘিরে যাবতীয় জল্পনায় জল ঢালতে উঠে পড়ে লেগেছেন প্রশান্ত কিশোর ও নীতীশ কুমার।

প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রশান্তের বিজেপি বিরোধী ‘তৃতীয় ফ্রন্টে’র পরিকল্পনাতে কি নীতীশ কোনও বড় ভূমিকা পালন করতে পারেন?