স্বাগত ডোনাল্ড ট্রাম্প, বিশেষ নকশার ঘুড়ি তৈরি করছেন অমৃতসরের ঘুড়ি-কারিগর
তাঁর সফর ঘিরে দিল্লি ও আমেদাবাদে সাজো সাজো রব, চুড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে। অন্যদিকে, ঠিক এইসময় 'স্বাগত ডোনাল্ড ট্রাম্প' লেখা ঘুড়ি প্রস্তুত করছেন অমৃতসরের এক ঘুড়ি-কারিগর জগমোহন কানোজিয়া।
দ্য কোয়ারি ডেস্ক : মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বিশেষ নকশার ঘুড়ি তৈরি করছেন অমৃতসরের এক ঘুড়ি-কারিগর।
সরকারি সফরে এই প্রথম ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। সপরিবারে তিনি দুদিনের ( ২৪-২৫ ফেব্রুয়ারি) সফরে আসছেন।
তাঁর সফর ঘিরে দিল্লি ও আমেদাবাদে সাজো সাজো রব, চুড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে।
অন্যদিকে, ঠিক এইসময় ‘স্বাগত ডোনাল্ড ট্রাম্প’ লেখা ঘুড়ি প্রস্তুত করছেন অমৃতসরের এক ঘুড়ি-কারিগর জগমোহন কানোজিয়া।
আরও পড়ুনঃ ৩৪ ঘন্টায় ৩৪ চমক!
তিনি সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরকে স্বাগত জানিয়ে তিনি নানান ডিজাইনের ঘুড়ি তৈরি করছেন।
ওইসব ঘুড়িতে ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিও ব্যবহার করেছি।
ঘুড়ির মধ্যে স্বাগত বার্তা লিখেছি। কানোজিয়ার আশা, ট্রাম্পের সফরে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক মজবুত হবে।
এই সফরের প্রভাব অবশ্যই এদেশে পড়বে বলেও জানান তিনি।
কানোজিয়া আরও জানান, বেশ কিছু ঘুড়িতে তিনি ‘নমস্তে ট্রাম্প’ লিখেছেন। এইসব ঘুড়ির মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে চান বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, এদিন সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ভারত সফরের উদ্দেশে মেরিল্যান্ড থেকে যাত্রা শুরু করবেন। সোমবার গুজরাটের আমেদাবাদে মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ ইভেন্টে যোগ দেবেন।
তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক রোড শোতে যোগ দেবেন তিনি। নিজের পরিবার ও সরকার প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ভারত সফরে আসছেন ট্রাম্প।
আরও পড়ুনঃপ্রস্তুতির মাঝেই বিচ্যুতি, ভেঙে পড়া তোরণ তৈরীতে তৎপর গুজরাট প্রশাসন
আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প ইভেন্টে কয়েক লক্ষ মানুষের জমায়েতে নরেন্দ্র মোদির পাশাপাশি বক্তব্য রাখবেন তিনি। পরিবার নিয়ে আগ্রার তাজমহল দেখতেও যাবেন।
তাঁর ভারত সফর নিয়ে প্রশাসনের ব্যস্ততা, কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলার পাশাপাশি বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে সরকার।
নমস্তে ট্রাম্প ইভেন্টের দায়িত্ব একটি অনামী সংস্থার হাতে দেওয়ায় প্রশ্ন তুলেছে কংগ্রেস।