পশ্চিমবঙ্গ-অসম-পাঞ্জাব, তিন রাজ্যের সীমান্তে ক্ষমতা বাড়ল বিএসএফের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভারত-বাংলাদেশ এবং ভারত-পাক সীমান্তে ক্ষমতা বৃদ্ধি ভারতীয় সেনার। এবার সীমান্ত থেকে ৫০ কিলোমিটারের ভিতর যে কোনও ব্যক্তিকে তল্লাশি, গ্রেফতার এবং আটক করতে পারবে বর্ডার সিকিউরিটি ফোর্স।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিগত কয়েকমাস ধরে সীমান্তবর্তী এলাকাগুলিতে ড্রোনের মাধ্যমে অস্ত্রের সরবরাহ আগের তুলনায় বেড়ে গিয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি বাড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেশের তিন রাজ্য পশ্চিমবঙ্গ, অসম এবং পাঞ্জাবে বিএসএফের ক্ষমতা বাড়ানো হয়েছে। সিআরপিসি, পাসপোর্ট আইনের মাধ্যমে যে কোনও বেআইনি কাজ রুখতে সক্ষম হবে বিএসএফ৷ এমনকি এক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অথবা কোনও অভিযোগ ছাড়াই গ্রেফতার করতে পারবেন বিএফএফ কর্তারা।
ইতিমধ্যেই কেন্দ্রের এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। তিনি জানিয়েছেন, কেন্দ্রের এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছেন তিনি। এটা গণতন্ত্রের ওপর সরাসরি আক্রমণ। কেন্দ্রের এই একপাক্ষিক সিদ্ধান্ত অবিলম্বে ফিরিয়ে নেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
যদিও স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেওয়া বয়ানে জানানো হয়েছে, দেশের ১০ টি রাজ্য এবং ২ টি কেন্দ্রশাসিত অঞ্চলে অবৈধভাবে অস্ত্রপাচার চলছে। তাই প্রশাসনিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, সীমান্ত থেকে ৫০ কিলোমিটার ভিতরে বিএসএফের ক্ষমতায়নের ফলে স্থানীয় বাসিন্দা এবং পুলিশ প্রশাসনের সঙ্গে দ্বন্দ্ব হতে পারে৷ বিষয়টিকে রাজনৈতিকভাবে দেখা হলেও এটা যে আসলে সীমান্তরক্ষীদের বড় গাফিলতি সেটাই প্রকাশ পাচ্ছে।
মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা এবং মণিপুর সহ জম্মু-কাশ্মীর ও লাদাখ সীমান্তে বাড়ানো হয়েছে সেনা সংখ্যা।