Budget 2020-21 LIVE: সরাসরি বিধানসভা থেকে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুরু হল ২০১৯-২০২০ রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট। বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। দ্বিতীয় দফার তৃণমূল সরকারের শেষ বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী।
১০০ দিনের কাজে বাংলা প্রথম। দেশের দ্বিগুণ আর্থিক হার বাংলায়। গ্রামীণ গৃহনির্মাণ, ক্ষুদ্রশিল্পে বাংলা প্রথম। দরিদ্রের হার সর্বাধিক কমেছে।
বিগত ৮ বছরে জিডিপি সর্বনিম্ন। রাজ্যের জিডিপির হার ১০.৪ শতাংশে এসে ঠিকেছে। দেশের অর্থনীতি ভেন্টিলেশনে চলে গিয়েছে।
বাংলায় শিল্প বৃদ্ধির হার দেশের তুলনায় ৫ গুণ। রাজ্যে বিনিয়োগ হয়েছে ২২ হাজার ২৬৬ কোটি টাকা বিদেশী বিনিয়োগ হয়েছে। বাংলায় বিপুল পরিমাণ বিনিয়োগের প্রস্তাব এসেছে।
ই- গভর্নেন্স টেন্ডারিংয়ে বাংলা প্রথম। গুড গভর্নেন্সের সুরক্ষা নিশ্চিত করেছে সরকার।
দেশে বেকারত্বের হার গত ৪৫ বছরে সর্বাধিক । বাংলায় বেকারত্ব কমেছে ৪০ শতাংশ। দেশের দ্বিগুণ আর্থিক বৃদ্ধির হার বাংলায়।
চা বাগান গুলির ক্ষেত্রে আগামী দু’বছর কৃষি আয়কর ছাড় দিল সরকার। বকেয়া কর আদায়ের জন্য নতুন প্রস্তাব আনতে চলেছে সরকার।
গত ২ বছরে ১২ থেকে ৪২ টি বিশ্ববিদ্যালয় তৈরি করেছে সরকার। আগামী ২ বছরের আরও তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ৫০ কোটি বরাদ্দ করেছে সরকার।
পুরনো মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক কোর্টের প্রস্তাব। ৯০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি করতে হবে।
মোটর ভেহিকেলসের সমস্ত জরিমানা মুকুব করল সরকার।
প্রবীণ তপশিলি মানুষদের জন্য মাসে ১০০০ টাকা করে বার্ধক্য ভাতা দেবে সরকার। এর জন্য ২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করল সরকার। যারা অন্য কোনও পেনশন পান না তাদের জন্য এই প্রকল্প আনতে চলেছে সরকার। এই প্রকল্পের নাম “বন্ধু প্রকল্প”।
ছোট, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য বঙ্গশ্রী প্রকল্প আনতে চলেছে সরকার।
অসংগঠিত শ্রমিক পরিবারের জন্য সামাজিক সুরক্ষা প্রদান করবে রাজ্য। সম্পূর্ণ নিখরচায় এর সুবিধা পাবেন উপভোক্তারা।
কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুরে তিনটি সিভিল সার্ভিস অ্যাকাডেমি তৈরির ঘোষণা রাজ্য সরকারের । এর জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ করল সরকার।
দু’লক্ষ টাকা অবধি বেকারদের সহজ ঋণের প্রস্তাব।
গরিবদের বিদ্যুৎ দিতে ‘হাসির আলো’ প্রকল্পের ঘোষণা করল রাজ্য সরকার।
চা বাগানের গৃহহীনদের জন্য ‘চা সুন্দরি’ প্রকল্পের ঘোষণা সরকারের।