West Bengal Assembly Election 2021: বিজেপির প্রার্থী তালিকায় বড় চমক, থাকছেন শোভন-বৈশাখী-রাজীব-শুভেন্দু সহ অনেকেই

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আজ দিল্লিতে সদর দফতরে প্রার্থী তালিকা নিয়ে বৈঠকে বসবেন গেরুয়া শিবিরের রাজ্য ও শীর্ষ স্তরের নেতারা। বুধের রাতেই দিল্লি উড়ে এসেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, মুকুল রায়, দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়, বিএল সন্তোষ, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, অমিত মালব্য, রাহুল সিনহা, অনুপম হাজরা। বৃহস্পতিবারের এই বৈঠকে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী-অমিত শাহ। থাকতে পারেন জেপি নাড্ডাও।

পশ্চিমবঙ্গের মসনদ এখন বিজেপির প্রেস্টিজ ইস্যু। কোনোভাবেই তারা জমি ছাড়তে নারাজ। ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থী তালিকায় কারা রয়েছেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

বিজেপি সমর্থিত সুত্রে জানা গিয়েছে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা্ অনেকেই এবারে টিকিট পেতে পারেন।

  • রাজীব বন্দ্যোপাধ্যায়,
  • শুভেন্দু অধিকারী,
  • মিহির গোস্বামী,
  • শীলভদ্র দত্ত,
  • জিতেন্দ্র তিওয়ারী,
  • দিলীপ ঘোষ,
  • বৈশাখী বন্দ্যোপাধ্যায়,
  • শোভন চট্টোপাধ্যায়,
  • রন্তিদেব সেনগুপ্ত,
  • অগ্নিমিত্রা পল,
  • পবন সিং,
  • আশীষ বিশ্বাস,
  • শুভ্রাংশু রায়,
  • সুনীল সিং,
  • গুলসন চম্পামারি,
  • চার্লস নন্দী,
  • সন্দীপ চোধুরী,
  • সৈকত পাঁজা,
  • কল্যাণ চৌবে,
  • রীতেশ তিওয়ারি,
  • তাপসী মণ্ডল,
  • অরবিন্দ ভট্টাচার্য,
  • রাজকমল পাঠক,
  • ভারতী ঘোষ,
  • দশরত তিরকে,
  • অন্তরা ভট্টাচার্য,
  • মাফুজা খাতুন,
  • স্বাধীন গুহ,
  • সব্যসাচী দত্ত,
  • সজল ঘোষ,
  • শমীক ভট্টাচার্যের নাম ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে।

তারকা প্রার্থী তালিকায় নাম রয়েছে, রুদ্রনীল ঘোষ, যশ, হিরণ, অঞ্জনা বসু, কাঞ্চনা মৈত্র, পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।নাম রয়েছে ক্রিকেটার অশোক দিন্দারও।

তবে বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল ও রথীন চক্রবর্তী, বিশ্বজিৎ কুন্ডুকে নিয়ে আগেই বিজেপির বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছিল তাঁরা টিকিট পাচ্ছেন না ২১ এর নির্বাচনে। পরে অবশ্য বৈশালীর নাম উঠে এলেও তাঁকে বালি বিধানসভা কেন্দ্র থেকে নাও দাঁড় করানো হতে পারে।

বৃহস্পতিবারই একপ্রকার চূড়ান্ত হয়ে যেতে প্রার্থী তালিকা। ৫ তারিখ ঘোষণা করে হবে প্রথম পর্যায়ের ১৩০ জনের সেই তালিকা। বিজেপি সূত্রে জানা গিয়েছে ৭ মার্চ প্রধানমন্ত্রীর ব্রিগেডে হতে পারে কিছু নতুন যোগদান। তারপরই হয়ত পরবর্তী আসনগুলির ক্ষেত্রে চূড়ান্ত হবে প্রার্থী বাছাই।

সম্পর্কিত পোস্ট