West Bengal Assembly Election 2021: জোড়াফুলের নজরে বাঁকুড়া- প্রার্থী তালিকায় নাম সুজাতা ও অরুপ চক্রবর্তীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বেজে গিয়েছে ভোট যুদ্ধের দামামা। অপেক্ষা নির্বাচনী প্রার্থী তালিকার। পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। কারা টিকিট পাচ্ছেন এবং কারা টিকিট পাচ্ছেন না তাই নিয়ে চাপানউতোর চলছেই।
লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে আঁটঘাট বেঁধে তবেই প্রার্থী বাছাই করতে চাইছেন, এমনটাই মত রাজনৈতিক মহলের।
তৃণমূল সমর্থিত সূত্রের তরফে ইতিমধ্যেই বাঁকুড়ার ১২ টি সিট নিয়ে শুরু হয়েছে তুমুল জলঘোলা। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে
- শালতোড়ার বর্তমান বিধায়ক স্বপন বাউড়ি এবার টিকিট পেতে পারেন সোনামুখী বিধানসভা কেন্দ্র থেকে। সেক্ষেত্রে শালতোড়ায় কোন নতুন মুখই বেছে নেওয়া হচ্ছে।
- ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে সোনামুখী বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বাম প্রার্থী অজিত রায়। ২০২১ এর নির্বাচনে ওই কেন্দ্রটি নিজেদের দখলে আনতে মরিয়া শাসক শিবির।
- ছাতনা বিধানসভা কেন্দ্র থেকে ধীরেন্দ্রনাথ লায়েক টিকিট পাচ্ছে না বলেই জানা গেছে। পরিবর্তে টিকিট পেতে পারে শুভাশিস বটব্যাল।
- রানিবাঁধ বিধানসভা কেন্দ্র থেকে জ্যোৎস্না মান্ডি টিকিট নাও পেতে পারেন বলে জানা যাচ্ছে বিশেষ সূত্রে। ফলে সেখানে আরো দুই-একজনের নাম উঠে এসেছে।
- রাইপুরে টিকিট পাবেন না বীরেন্দ্রনাথ টুডু। সেখানেও শাসকদলের নজরে রয়েছে নতুন কেউ।
- তালডাংরা থেকে সমীর চক্রবর্তী এবার টিকিট পাবেন না বলে শাসকদল সূত্রে খবর। একপ্রকার নিশ্চিত সেখানে টিকিট পাচ্ছেন অরূপ চক্রবর্তী।
মুসলিম নয়, প্রথম দফার প্রার্থী তালিকায় বিশেষ চমক রাখতে চলেছে আইএসএফ
- বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে শম্পা দরিপাকে নিয়ে দোটানায় শাসক শিবির। গোষ্ঠীদ্বন্দ্বের উত্তাপ থাকায় খোঁজ চলছে নতুন মুখের।
- বড়জোড়া কেন্দ্র থেকে এবার তৃণমূলের প্রার্থী হতে পারেন সুজাতা মন্ডল খান। ২০১৬ সালে বড়জোড়া বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী সুজিত চক্রবর্তী জয়লাভ করেছিলেন। ফলে সেখানে নতুন করে খাতা খুলতে মরিয়া শাসকদল।
- ওন্দা বিধানসভা কেন্দ্র থেকে অরূপ খানের পরিবর্তে অন্য কারোর টিকিট পাওয়ার সম্ভাবনা প্রবল।
- সেইসঙ্গে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে তুষার কান্তি ভট্টাচার্যের পরিবর্তে সুজাতাকে বেছে নেওয়া হতে পারে বলে খবর।
- তুষার কান্তি ভট্টাচার্য গতবার লোকসভা নির্বাচনের পর যোগদান করেছিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে। পরে রণেভঙ্গ দিয়ে তিনি আবার শাসকদলের ফিরে আসেন। একই সঙ্গে তাঁর বয়স ৮০ ওপর হয়ে যাওয়ায় তাঁকে এবারের নির্বাচনে টিকিট দিচ্ছে না শাসকদল।
- সেইসঙ্গে বিষ্ণুপুর ও বড়জোড়া ২টি সিটে নাম উঠে আসছে সুজাতার। তবে কোন সিট থেকে তাকে দাঁড় করানো হবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে প্রার্থী তালিকা ঘোষণার পরই।
- কোতুলপুরে শ্যামল সাঁতরার টিকিট নিয়েও দোটানা তৈরি হয়েছে। তৃণমূলের এক পক্ষ বলছে সেখানে চোখ বন্ধ করে শ্যামল সাঁতরার টিকিট নিশ্চিত। আবার অন্য পক্ষ বলছে এবারের নির্বাচনে কোতুলপুর থেকে শ্যামল সাঁতরাকে টিকিট দেবে না শাসকদল।
- ইন্দাস বিধানসভা কেন্দ্রের বিধায়ক গুরুপদ মেটে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এবারে সেই কেন্দ্র থেকে নাম উঠে আসছে তাঁর স্ত্রীর।
রাজনৈতিক মহলের মতে বাঁকুড়া বিধানসভার ১২ টি কেন্দ্র নিয়ে বিস্তর জল্পনা চলছেই। লোকসভা নির্বাচনে বাঁকুড়া থেকে বিজেপি সাংসদ সৌমিত্র খান জয়ী হয়েছিলেন। ফলে পাল্লা ভারী রয়েছে বিজেপির দিকেই।
সেক্ষেত্রে শাসক শিবিরকে অনেক ঝাড়াই-বাছাই করেই প্রার্থী নির্বাচন করতে হবে। সবমিলিয়ে পরিস্থিতি শাসক শিবিরের অনুকূলে নয় সে কথা বলাই যায়।
বাঁকুড়ার ১২ টি সিটের লড়াই যে সেয়ানে সেয়ানে হবে সেটা এখন থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে।