West Bengal Assembly Election 2021-রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে অপসারিত সুরজিৎ কর পুরকায়স্থ।
দ্য কয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়া হল সুরজিৎ কর পুরকায়স্থকে। নির্বাচন চলাকালীন তাঁকে সমস্ত পদ থেকে অব্যহতি দেওয়া হল বলে স্পষ্ট করা হয়েছে নির্দেশিকায়।
২০১৮ সাল থেকেই নিরাপত্তা উপদেষ্টা পদে নিযুক্ত ছিলেন সুরজিৎ করে পুরকায়স্থ। নির্বাচনের আগে তাঁকে অপসারণের দাবীতে সরব হয়েছিল বিজেপি।
কিছুদিন আগেই রাজ্য পুলিশের ডিজিকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। নতুন ডিজিপি হন নীরজনয়ন। নির্বাচনের কোনও দায়িত্বে বীরেন্দ্র থাকবেন না। এমনটাই নির্দেশ নির্বাচন কমিশনের।
এর আগে ভোটের নির্ঘন্ট ঘোষণা হতেই এডিজি আইনশৃঙ্খলা পদ থেকে সরিয়ে দেওয়া হয় জাভেদ শামিমকে। ওই পদে নিযুক্ত হন দমকলের ডিজি জগমোহন। ওই পদে নিয়ে আসা হয়েছে জাভেদ শামিমকে।
বিধানসভা নির্বাচনে যেকোনো রকমের হিংসা এড়াতে তৎপর নির্বাচন কমিশন। ইতিমধ্যেই নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সেইসঙ্গে করোনার কথা মাথায় বিষয়টির ওপর গুরুত্ব দিতে চাইছে নির্বাচন কমিশন।