সপ্তম দফার নির্বাচনে মুর্শিদাবাদে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মুর্শিদাবাদে চলছে সপ্তম দফার নির্বাচন। এরই মধ্যে তৃণমূলের গোষ্টীকোন্দলের ছবি প্রকাশ্যে এল। এমনকি তৃণমূলের জেলা সভাপতিকে ঘিরেও চলল ‘গো ব্যাক’ স্লোগান।
মুর্শিদাবাদের রাণিনগরের ঘটনা। সোমবার সকালে সপ্তম দফার নির্বাচন চলাকালীন সকালে অভিযোগ ওঠে মিজান হাসান নামে এক তৃণমূল নেতার বাড়ি ভাংচুর করা হয়েছে। বাড়ির ভিতর সমস্ত কিছু তছনছ করে দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর দিকে। এরপর সৌমিক হোসেন ওই তৃণমূল কর্মীর বাড়িতে উপস্থিত হন।
কিন্তু কিছু সময় আগেই ঘটনাস্থলে উপস্থিত হন তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খান। কিন্তু সেখানে উপস্থিত হতেই দেখা মেলে অন্য ছবি। দেখা যায় মিজান হাসানের বাড়ি আগলে রেখেছে তৃণমূল কর্মীরা। জেলা সভাপতিকে ঘিরে চলে গো ব্যাক স্লোগান।
বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের তরফে দাবী করা হয়, জোটের পক্ষে সওয়াল করছেন আবু তাহের৷ তাঁর জন্যই এই ঘটনা। তিনি তৃণমূল কর্মীদের আশ্রয় দিতে পারছেন না বলেও অভিযোগ ওঠে।
ঘটনার পর সেখান থেকে চলে যান তৃণমূল সভাপতি।
ঘটনার পর থেকে নিখোঁজ তৃণমূল নেতা মিজান হাসান এবং তাঁর বাবা। এবিষয়ে কমিশনের কাছে পদক্ষেপ নেওয়ার জন্য রিপোর্ট পাঠান সেক্টর অফিসার৷ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তোলা অভিযোগ উড়িয়ে দিচ্ছে নির্বাচন কমিশন।