সপ্তম এবং অষ্টম দফায় একদিনে হোক নির্বাচন, কমিশনকে চিঠি তৃণমূলের

দ্য কোয়ারি ডেস্ক :কোভিড পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিয়েছে। এই পরিস্থিতিতে ফের সপ্তম এবং অষ্টম দফার নির্বাচন এক দফায় করার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল।

যদিও আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে পঞ্চম, ষষ্ঠ সপ্তম ও অষ্টম দফার নির্বাচন একদফায় করার আর্জি জানিয়ে ছিলেন।তাতে সহমত পোষণ করেননি বিজেপি এবং নির্বাচন কমিশন। এদিন ফের সেই একই দাবি জানিয়ে কমিশনকে চিঠি দিল ঘাসফুল শিবির।

এদিন তৃণমূলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেন। সেই প্রতিনিধি দলে ছিলেন সুখেন্দু শেখর রায়, প্রতিমা মন্ডল, ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, পূর্ণেন্দু বসু।

সেই বার কমিশনের তরফে জানানো হয়েছিল এক দফায় নির্বাচন করাতে গেলে প্রয়োজন অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর। যা কোনোভাবেই সম্ভব নয়। অন্যদিকে কমিশনকে ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

শেষ দুই দফায় কলকাতার ১১ টি আসনের ভোটগ্রহণ রয়েছে ৷ এই পরিস্থিতিতে করোনা সামাল দিতে কলকাতায় তিনি শুধুমাত্র একটিই নির্বাচনী সভা করবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিডন স্ট্রিটে একটি সভা ছাড়া কলকাতার বুকে আর কোনও জনসভায় তিনি থাকবেন না ৷

উনিশের লোকসভা ভোটেও কলকাতায় সেভাবে দাঁত ফোটাতে পারেনি গেরুয়া শিবির ৷ সেখানে দাঁড়িয়ে কলকাতায় মমতার জনসভা হলে ভিড় যে বাধন ভাঙা হবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না ৷তবে এক্ষেত্রে সভায় আকার ছোট করে নেওয়া হবে বলেও জানান তিনি ৷

কলকাতায় যে হারে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একইসঙ্গে রাজ্যে করোনার লাগামছাড়া করোনার সংক্রমণেরক জন্য নির্বাচন কমিশনের আট দফায় ভোট করানোর সিদ্ধান্তকেও দায়ি করেছেন তিনি ৷

মমতার অভিযোগ, বিজেপি যে সভাগুলি করছে, সেগুলির মঞ্চ বাধার জন্য ভিন রাজ্য থেকে লোকেদের নিয়ে আসা হচ্ছে ৷ বহু মানুষকে রাজ্যে নিয়ে এসেছে বিজেপি ৷ তাঁদের কারও করোনা রয়েছে কি না তা দেখা হয়নি ৷ সেখান থেকেও রাজ্যে করোনার বাড়বাড়ন্ত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী ৷

তবে করোনাকে নিয়ে খুব একটা ভীত না হওয়ার জন্য রাজ্যবাসীকে পরামর্শ দিয়েছেন মমতা ৷ বললেন, “ঝড় উঠলে ঝড় সামলাতে হবে ৷ ভয়ের কিছু কারণ নেই ৷ আগেও আমরা করোনাকে সামাল দিয়েছি ৷”

সম্পর্কিত পোস্ট