West Bengal Assembly Election: ‘সংযুক্ত মোর্চা’র দুই দফার নির্বাচন তালিকা প্রকাশ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার প্রথম দুই দফার নির্বাচনের তালিকা প্রকাশ করলেন বামফ্রন্টের চেয়রাম্যান বিমান বসু। তবে কংগ্রেস এবং আইএসএফের তরফে এখনও তালিকা প্রকাশ করা হয়নি। এআইসিসির তরফে অনুমোদন এলেই তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য।

কাঁথি উত্তর কেন্দ্রে সিপি(আই)এমের প্রার্থী হচ্ছেন সুতনু মাইতি। খেজুরি কেন্দ্রে সিপি(আই)এম প্রার্থী হিমাংশু দাস। কাঁথি দক্ষিণ কেন্দ্রে সিপিআই প্রার্থী অনুরূপ পন্ডা। রামনগর কেন্দ্রে সিপি(আই)এম প্রার্থী হচ্ছেন সন্যসাচী জানা। দাঁতন কেন্দ্রে সিপিআই প্রার্থী শিশির পাত্র।

নয়াগ্রাম কেন্দ্রে সিপি(আই)এম প্রার্থী হরিপদ সোরেন। গোপিবল্লভপুরে সিপি(আই)এম প্রার্থী প্রশান্ত দাস। ঝাড়গ্রাম কেন্দ্রে সিপি(আই)এম প্রার্থী মধুজা সেন রায়। কেশিয়াড়ি কেন্দ্রে সিপি(আই)এম প্রার্থী ডঃ পুলীন বিহারী বাস্কে। খড়্গপুরে সিপি(আই)এম প্রার্থী শেখ সাদ্দাম আলি।

আরও পড়ুনঃ West Bengal Assembly Election: তৃণমূলের পুর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বেশ কিছু পরিবর্তন হয়েছে। গড়বেতা কেন্দ্রে সিপি(আই)এম প্রার্থী তপন ঘোষ। শালবনী কেন্দ্রে প্রার্থী হচ্ছে সিপি(আই)এম নেতা সুশান্ত ঘোষ। মেদিনীপুর কেন্দ্রে সিপিআই প্রার্থী তরুণ কুমার ঘোষ। বীনপুর কেন্দ্রে সিপি(আই)এম প্রার্থী দিবাকর হাঁসদা। বন্দোয়ান কেন্দ্রে সিপি(আই)এম প্রার্থী সুশান্ত বেসরা।

জয়পুর কেন্দ্রে ফরোয়ার্ড ব্লকের প্রার্থী ধীরেন মাহাতো। মানবাজার কেন্দ্রে সিপি(আই)এম কেন্দ্রে প্রার্থী হচ্ছেন যামিনীকান্ত মান্ডি। প্যারা কেন্দ্রে সিপি(আই)এম প্রার্থী স্বপন বাউড়ি। ছাতনা কেন্দ্রে আরএসপি প্রার্থী ফাল্গুনী মুখার্জী। রানীবাঁধে সিপি(আই)এম প্রার্থী দেবলীনা হেমব্রম।

জয়পুর কেন্দ্রে ফরোয়ার্ড ব্লকের প্রার্থী ধীরেন মাহাতো। মানবাজার কেন্দ্রে সিপি(আই)এম কেন্দ্রে প্রার্থী হচ্ছেন যামিনীকান্ত মান্ডি। প্যারা কেন্দ্রে সিপি(আই)এম প্রার্থী স্বপন বাউড়ি। ছাতনা কেন্দ্রে আরএসপি প্রার্থী ফাল্গুনী মুখার্জী। রানীবাঁধে সিপি(আই)এম প্রার্থী দেবলীনা হেমব্রম।

গোসাবা কেন্দ্রে আরএসপি প্রার্থী অনীল চন্দ্র মন্ডল। সাগরে সিপি(আই)এম প্রার্থী ডঃ সেখ মুকুলেশ্বর রহমান। তমলুক কেন্দ্রে সিপিআই প্রার্থী গৌতম পন্ডা। পাঁশকুড়া পুর্বে সিপি(আই)এম প্রার্থী শেখ ইব্রাহিম আলি। পাঁশকুড়া পশ্চিমে প্রার্থী হচ্ছেন সিপিআইয়ের চিত্তদাস ঠাকুর।

 

সম্পর্কিত পোস্ট