West Bengal Assembly Election- প্রার্থী পছন্দ নয়, রাস্তা অবরোধ করে বিক্ষোভ আমডাঙা ও বসিরহাটে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বসিহাট মহাকুমার বসিরহাট উত্তর বিধানসভা নির্বাচনে ২০২১ এ তৃণমূলের প্রার্থী হয়েছে রফিকুল ইসলাম। সিপিএম থেকে তৃণমূলে যোগদান করেছিলেন। ১৯৯৮ সাল থেকে তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে থাকতেন।

২০১৬ সালে তৃণমূল প্রার্থী দাবিদার থাকলেও দল তাঁকে করেনি। তিনি সিপিএমে যোগদান করেছিলেন জোটের প্রার্থী হয়ে তৃণমূলের এটি এম আব্দুল্লাহ রনিকে ৪৯৮ ভোটে হারিয়ে দিয়েছিলেন।

কয়েক মাস আগে তৃণমূলে যোগদান করেন তিনি। এবার তাকে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি, গত পাঁচ বছর ধরে এলাকায় তৃণমূলের সংগঠন করে আসছে এটিএম আব্দুল্লাহ রনি।

প্রার্থী ঘোষণা হতেই বিক্ষোভের ঝড় ঘাসফুল শিবিরে

তিনি সেই টিকিটের ন্যায্য দাবিদার । আজ প্রার্থী তালিকা ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়ে তৃণমূলের একাংশ। তারা মাটিয়া থানার ধান্যকুড়িয়া নেহালপুর টাকি রোডে দফায় দফায় গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেছেন।ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ রয়েছে।

অন্য়দিকে আমডাঙায় রফিকুল রহমান টিকিট না পাওয়ায় বিক্ষোভ শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। এবারে মুখ্যমন্ত্রী সেখান থেকে টিকিট দিয়েছেন মোস্তাক মোর্তাজাকে। তৃণমূলের একাংশের দাবি রফিকুল ইসলাম আপদে বিপদে এলাকার মানুুষের পাশে থাকেন। তাই কোনো বহিরাগত কাউকে তাঁরা প্রার্থী বলে মানবেন না।

সম্পর্কিত পোস্ট