West Bengal Assembly Election: শীতলকুচির ঘটনায় সিআইডি তদন্ত করবে- জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোচবিহারের শীতলকুচির ঘটনায় সিআইডি তদন্ত করে দেখবে রাজ্য সরকার ৷ শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে একথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, “এখানে মানুষের প্রাণ নিয়ে খেলা হচ্ছে ৷ আমি এখনও মুখ্যমন্ত্রী ৷ ঘটনার সিআইডি তদন্ত করব ৷ চাই না প্রমাণ নষ্ট হোক ৷”

চতুর্থ দফার ভোটের হিংসা নিয়ে তৃণমূল নেত্রী বলেন, “কোচবিহারে 5 জন খুন হয়েছে ৷ সবটাই পরিকল্পনা করে ৷ কোচবিহারে পুলিশ সুপার বদলেছে কমিশন ৷ বিজেপি যেনতেনপ্রকারেণ বাংলা দখল করার চেষ্টা করছে ৷ গণতান্ত্রিক পদ্ধতিতে জিততে না পেরে হিংসার আশ্রয় নেওয়া হচ্ছে ৷ রাজনৈতিক কারণে এই ঘটনা ৷” ঘটনায় সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে আঙুল তুলেছেন মমতা ৷ তাঁর অভিযোগ, “স্বরাষ্ট্রমন্ত্রীর অঙ্গুলিহেলনেই এই ঘটনা ঘটেছে ৷ সবটাই চক্রান্ত করে ৷ এমন ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত ৷”

WB Assembly Election 2021: শীত্তলকুচির বুথে ভোট বন্ধের নির্দেশ কমিশনের

চতুর্থ দফার ভোটের ডামাডোলের মাঝে আজ শিলিগুড়িতে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ঘটনায় দুঃখপ্রকাশ করে নির্বাচন কমিশনকে তদন্ত করে দেখার কথা বলেন তিনি ৷ সাংবাদিক বৈঠকে মোদিকে মিথ্যেবাদী বলেন মমতা ৷

তাঁর কথায়, “এতগুলো মানুষ মারা গেল ৷ আর প্রধানমন্ত্রী বলছেন আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে ৷ এমন মিথ্যেবাদী প্রধানমন্ত্রী দেখেনি ৷ ওঁর উচিত ছিল দুর্ঘটনাস্থলে যাওয়া ৷” প্রধানমন্ত্রী আত্মরক্ষার কথা বলছেন ৷ কিন্তু ঘটনায় কেউ আহত হয়নি ৷ এত এত সংবাদমাধ্যম কেউ আহতের ছবি পেল না ? প্রশ্ন মমতার ৷

আগামীকাল মাথাভাঙা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই বিষয়ে তিনি বলেন, “আগামীকাল আমি মাথাভাঙায় যাব ৷ ব্লকে ব্লকে প্রতিবাদ চলবে ৷ ভয় দেখিয়ে ভোট করানো যাবে না ৷ বরং মানুষকে বলব আরও বেশি করে ভোট দিন ৷ প্রত্যেকটি গুলির পরিবর্তে ভোট দিন ৷ বিজেপিকে বাংলা থেকে দূর হটান ৷ এটা গণতন্ত্রের লজ্জা ৷”

সম্পর্কিত পোস্ট