শেষ মুহুর্তে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে হাঁটছে বাম কংগ্রেস

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২১ এর নির্বাচনের আগে বাম এবং কংগ্রেসের দ্বিপাক্ষিক লড়াইয়ের মধ্যেই ব্রিগেড এবং তারুণ্যের সমাবেশে নজর কেড়েছে সংযুক্ত মোর্চা।

বাম এবং কংগ্রেসের শরিক হয়েছে নতুন দল আইএসএফ। কিন্তু ভোটের মুখে জোটের সরলীকরণ সুবিধাজনক হল না। বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে হাঁটতে হল আলিমুদ্দিন এবং বঙ্গ ভবনকে।

শনিবার ৩৯ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। এর মধ্যে মুর্শিদাবাদে প্রার্থী করা হয়েছে মহম্মদ রেজাউল হককে। ওই কেন্দ্রে বামেদের প্রার্থী মোদাসের হোসেন।

একই আসনে দুই প্রার্থী দেওয়াকে ভাঙন বলে মনে করছেন না কেউই। বরং লড়াই বন্ধুত্বপূর্ণ হবে এমনটাই মনে করা হচ্ছে।

যদিও বাম নেতাদের একাংশের দাবী ওই আসনে সপ্তম দফার নির্বাচন রয়েছে। তার আগেই আলোচনার মাধ্যমে প্রার্থীপদ প্রত্যাহার করতে পারে যে কোনো একটি দল।

শনিবারের তালিকায় প্রদেশ কংগ্রেসের কিছু প্রথম সারীর নেতাদের প্রার্থী করে চমক এনেছে এআইসিসি। তবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই কতটা সুবিধা হবে, তা দেখা যাবে নির্বাচনের ময়দানেই।

সম্পর্কিত পোস্ট