আজই রাজ্যে ভোট ঘোষণা, বৈঠকে নির্বাচন কমিশন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবারই হতে পারে রাজ্যের নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা। এদিন বিকেল চারটে নাগাদ বৈঠকের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৈঠকের পরেই ঘোষণা হতে পারে নির্বাচনের দিনক্ষণ। লাগু হতে পারে মডেল কোড অব কন্ডাক্ট।

এদিন বিকেলে দিল্লি বিজ্ঞান ভবনে বসবে বৈঠক। বৈঠকে পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, কেরল, অসম এবং পদুচেরির নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার কথা। যদিও শুরু থেকেই বিশেষ নজর রয়েছে পশ্চিমবঙ্গের দিকেই। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার।


সূত্রের খবর, আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখেই এবারে এপিল মাস থেকে শুরু হতে নির্বাচন। সাত থেকে আট দফায় হতে পারে নির্বাচন। যদিও এবিষয়ে এখনও কিছুই জানা যায়নি। নির্বাচনের আগেই জেলায় জেলায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।

আরও পড়ুনঃ কুঁদঘাটে নিকাশি নালার কাজে মৃত্যু চার শ্রমিকের, শোকের ছায়া মালদহে

করোনাকালে বিহারের নির্বাচনের পর এবার পাঁচ রাজ্যের নির্বাচনে স্বাস্থ্যবিধি মানার বার্তা নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গে ২৯৪ টি আসনে। তামিলনাড়ুতে ২৩৪ টি আসনে, কেরলে ১৪০ টি আসনে, অসমে ১২৬ টি আসনে এবং পুদুচেরিতে ৩০ টি আসনে হবে নির্বাচনী লড়াই।

যদিও বিশেষ নজর রয়েছে বাংলার দিকেই। ইতিমধ্যেই রাজ্যে এসে একাধিক জনসভা করে চলেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিক বিষয়ে সরব হচ্ছেন তাঁরা। অন্যদিকে বিজেপিকে পাল্টা মন্তব্যে জেরাবার করছে তৃণমূল। নির্বাচনের লড়াইয়ে তৃতীয় বিকল্প হিসাবে উঠে আসছে বাম-কংগ্রেসের নাম। সঙ্গে রয়েছে নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।

 

সম্পর্কিত পোস্ট