West Bengal Assembly Election: শুভেন্দুর সঙ্গে মনোনয়নে থাকবেন মিঠুন চক্রবর্তী!
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভোট মরশুমে ফোকাসে রয়েছে নন্দীগ্রাম। যতই সময় যাচ্ছে ততই বাড়ছে নন্দীগ্রামে উত্তাপ। মঙ্গলবার থেকে নন্দীগ্রামে কর্মীসভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ তারিখ মনোনয়ন জমা দেবেন তিনি।
১২ তারিখ মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর। সেদিন উপস্থিত থাকার কথা রয়েছে দুই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং ধর্মেন্দ্র প্রধানের। একইসঙ্গে সেদিন উপস্থিত থাকার কথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর।
বিজেপি সূত্রের খবর, মনোনয়ন জমা দেওয়ার আগে পদযাত্রা করবেন শুভেন্দু অধিকারী। সেখানেই উপস্থিত থাকবেন ‘মহাগুরু’। এর আগেই অবশ্য নন্দীগ্রামে বিজেপির প্রচারের জন্য ইচ্ছাপ্রকাশ করেছিলেন মিঠুন চক্রবর্তী।
উল্লেখ্য, ৭ তারিখ ব্রিগেডের মঞ্চেই বিজেপির পতাকা হাতে তুলে নেন মিঠুন চক্রবর্তী। প্রধানমন্ত্রীর নির্দেশ মেনেই ১২ তারিখ প্রচারে নামার কথা ছিল তাঁর। তাই একেবারে নন্দীগ্রাম থেকেই প্রচার শুরু করতে চান তিনি। এমনটাই বিজেপি সূত্রের খবর।
অন্যদিকে, নিজের কেন্দ্রে প্রচারে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই প্রচার শুরু করেছেন তিনি। বুধবার মনোনয়ন জমা দেবেন তিনি।
২১ এর নির্বাচনে এবারে টাফ লড়াই নন্দীগ্রামে। শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই দেখে এই প্রথমবার নন্দীগ্রামের জন্য প্রার্থী দিতে চলেছে সিপি(আই)এম। যদিও প্রার্থী কে হবেন, তা এখনও জানানো হয়নি।