West Bengal Assembly Election: মোদির ব্রিগেডে বিজেপিতে ‘মহাগুরু’

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জল্পনা চলছিল। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেডের জনসভায় উপস্থিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আর এদিন ব্রিগেডের জনসভায় বিজেপিতে যোগদান করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের হাত থেকেই পতাকা তুলে নেন তিনি।

চোখে কালো চশমা, পরনে ধুতি-পাঞ্জাবী পড়ে বেলগাছিয়ার বাড়ি থেকে রওনা দিয়ে একেবারে ব্রিগেডের ময়দানে উপস্থিত হয়েছেন মিঠুন চক্রবর্তী। বিজেপির প্রথম সারীর সমস্ত নেতাদের সঙ্গে পরিচয়পর্ব সেরে নিলেন মঞ্চতেই। সমর্থকদের উচ্ছ্বাসের মাঝেই যোগদান করলেন বিজেপিতে।

আরও পড়ুনঃ West Bengal Assembly Election: ব্রিগেডে মোদি, শিলিগুড়িতে মহিলাদের নিয়ে পদযাত্রায় মমতা

সরস্বতী পুজোর দিন সকালেই মিঠুন চক্রবর্তীর মুম্বইয়ের মাড আইল্যান্ডের বাসভবনে উপস্থিত হন সঙ্ঘ প্রধান মোহন ভগবত। সেদিন থেকেই শুরু হয় জল্পনা। তবে কি বিজেপির সঙ্গে ‘মহাগুরু’ -র সেতুবন্ধনে এবার মোহন ভগবত? শুরু হয় জল্পনা। যদিও সেদিনের জল্পনা এড়িয়ে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেছিলেন, আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

যদিও নির্বাচনের প্রাক মুহুর্তে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছিল। আর তখন থেকেই শুরু হয় জল্পনা। আর রবিবার সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগদান করলেন মিঠুন চক্রবর্তী।

এর আগে মধ্যরাতে পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এর সঙ্গে মধ্যরাতে বৈঠক করেন তিনি। ভোট রাজনীতিতে অংশগ্রহণ করতে নয়, নরেন্দ্র মোদির হাত শক্ত করতে চান তিনি।

সম্পর্কিত পোস্ট