West Bengal Assembly Election: রবিবার হাইভোল্টেজ ব্রিগেড, মেগা প্রচারে মোদি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর এই প্রথমবার বাংলায় র‍্যালি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাইভোল্টেজ সভাকে ঘিরে সকাল থেকেই গেরুয়া শিবিরের সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

আগে থেকেই ব্রিগেড ভরাতে মরিয়া বিজেপি। রাত থেকেই হাওড়া, শিয়ালদহ স্টেশনে উপস্থিত হচ্ছেন মানুষ। জেলাগুলি থেকেও আসতে শুরু করেছেন সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ প্রথম দুই দফার নির্বাচনের তালিকা প্রকাশ করল কংগ্রেস

নীলবাড়ি দখলে সমস্ত দলগুলি ইতিমধ্যেই জোরকদমে শুরু করেছে প্রচার। গত রবিবার ব্রিগেডের মাধ্যমে বার্তা দিয়েছে ‘সংযুক্ত মোর্চা’। ঠিক তার এক সপ্তাহ পরে কি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

এদিন ব্রিগেডের মঞ্চে উপস্থিত থাকার কথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর। উপস্থিত থাকবেন সদ্য বিজেপিতে যাওয়া অভিনেতা হীরণ, অভিনেত্রী শ্রাবন্তী সহ একাধিক তারকারা।

এদিন ব্রিগেডের মঞ্চে উপস্থিত থাকার কথা বেশ কিছু তৃণমূলে টিকিট না পাওয়া বিদায়ী বিধায়করা। ব্রিগেড আমরা ভরাবই এবং ক্ষমতায় আসবই দাবী করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

ব্রিগেডের পর প্রথম দফার নির্বাচনের আগে আরও দুই জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনটাই বিজেপি সূত্রে খবর। জানা গিয়েছে, মেদিনীপুর এবং জঙ্গলমহলে দুই জনসভা করবেন প্রধানমন্ত্রী। নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর গড়ে জনসভা প্রধানমন্ত্রীর।

সম্পর্কিত পোস্ট