আজ দুপুরে তৃণমূল ভবনে বিজয়ীদের নিয়ে বৈঠক করবেন মমতা, কভিড পরিস্থিতিতে বাতলে দিতে পারেন দলনেত্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অবিস্মরণীয় জয়ের এখনো ২৪ ঘণ্টাও হয়নি। দলের বিজয়ী প্রার্থীদের নিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে বৈঠকে বসছেন মমতা।

এদিন দুপুরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে তৃণমূল ভবনে। এই বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

রবিবার নির্বাচনে বিপুল জয় পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এই মুহূর্তে তার দলের প্রধান কাজ হল কভিডের বিরুদ্ধে লড়াই করা। জিভাবে করোনা আক্রান্ত হয়ে বাংলার মানুষ সংকটে রয়েছে, তাতে জয়কে সেলিব্রেট করতে চান না তিনি। বরং তিনি এবং তার দলের মূল লক্ষ্য এই সময় মানুষের পাশে দাঁড়ানো।

ডবল ইঞ্জিন নয়, ডাবল সেঞ্চুরিতেই ভরসা ছিল মমতার

এদিন দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে এই বিষয়টিও গুরুত্ব পেতে পারে বলে ওয়াকিবহাল মহল মনে করছেন। বিশেষ করে তার দলের জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে মমতার বার্তা হতে পারে এই মুহুর্তে তারা যেন মানুষের পাশে দাঁড়ান।

উল্লেখ্য এদিন সন্ধ্যাতেই রাজভবনে তৃণমূল সুপ্রিমো কে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল। সেখানেই শপথ গ্রহণ সহ একাধিক বিষয়ে আলোচনা হবে। কিন্তু তার আগে এদিন দুপুরের বৈঠকে নয়া মন্ত্রিসভা নিয়েও আলোচনা হতে পারে। এক্ষেত্রে কোন কোন নতুন মুখ মন্ত্রিসভায় আসছেন। অথবা কারা আগামী দিনে বিধানসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন সে বিষয়েও এখানে কি হতে পারে।

মোটের উপর এদিন দুপুরে বৈঠক তৃণমূল কংগ্রেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বৈঠক থেকেই আগামী রূপরেখা তৈরি করবে দল। দলীয় সূত্রে খবর এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর। এখন সবাই তাকিয়ে আছে দুপুরে এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কি সিদ্ধান্ত নেন সেদিকেই।

সম্পর্কিত পোস্ট