উত্তরবঙ্গে বিজেপির দাপট ! বিজেপি ছেড়ে তৃণমূলে যোগের হিড়িক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে হিংসার ঘটনার খবর সামনে আসছে। তেমনি ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের সংখ্যাও বেড়ে গেছে।

সদ্য শেষ হয়েছে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে তৃণমূল ফের একক সংখ্যাগরিষ্ঠ অর্জন করে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেছে। ইতিমধ্যে মন্ত্রীসভাও গঠিত হয়েছে।

দক্ষিণ বঙ্গে ভালো ফল না করলেও উত্তরবঙ্গে বিজেপি শক্ত ঘাঁটি গাঁড়তে সক্ষম হয়েছে। উত্তরবঙ্গে ভালো ফলে উচ্ছসিত বিজেপির কর্মীরা। ইতিমধ্যে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়করা শপথ গ্রহণ করেছেন।

তুফানগঞ্জ কেন্দ্রের বিজেপি বিধায়ক মালতি রাভা শপথ নিয়ে বিধানসভার বিভিন্ন এলাকায় ছুটে চলেছেন দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে। তা সত্ত্বেও ৮ নম্বর নাটাবাড়ি ও ৯ নম্বর তুফানগঞ্জ কেন্দ্রে দলবদল আটকানো যাচ্ছে না।

একইদিনে তুফানগঞ্জ ও নাটাবাড়ি কেন্দ্রে শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করে। এদিন নাটাবাড়ি কেন্দ্রের বলরামপুর ২ নম্বর জিপির বড় পালপাড়ার ২৪৩ ও ২৪৪ নম্বর বুথ থেকে শতাধিক পরিবার তৃণমূলে যোগদান করল।

অপরদিকে তুফানগঞ্জ বিধানসভার দক্ষিণ ফলিমারি এলাকার ৯/১৮৫ নম্বর বুথে বিজেপি ছেড়ে ৮০ টি পরিবার তৃণমূলে যোগদান করলো। ওপর দিকে ভানুকুমারী ২ জিপিরর শিলঘাগরি এলাকায় ৯/১২৯ নম্বর বুথে ২৯ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল।

মুখোমুখি মমতা বনাম শুভেন্দু, বঙ্গ রাজনীতিতে নতুন অর্জুনের প্রবেশ

একই ভাবে নাককাটি জিপির ৯/২২১ নম্বর বুথে ৫০ টি পরিবার তৃণমূলে যোগদান করে এবং মঙ্গলবার সন্ধ্যায় নাককাটি জিপিতে আরো বেশ কিছু কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবেন বলে নেতৃত্বের দাবি।

সদ্য নির্বাচন পর্ব শেষে এভাবে কেন দলবদল হচ্ছে? কিছুদিন আগে যারা বিজেপির পতাকা নিয়ে মিছিল করেছেন।যাদের মূল্যবান ভোটে তুফানগঞ্জ ও নাটাবাড়ি কেন্দ্রে দুই হেভিওয়েট তৃণমূল প্রার্থী ধরাশায়ী হয়। তারা কেন ফের তৃণমূলে ফিরছেন? নাকি তৃণমূলের জন্য এটা কোনো অশনি সংকেত?

রাজনৈতিক বিশ্লেষকের মতে, শাসকদল পুনরায় ক্ষমতায় আশায় অনেকে পিট বাঁচাতে তৃণমূলে ফিরেছে। এছাড়াও সাধারণ মানুষের বক্তব্য তাঁদেরকে বিজেপি ভুল বুঝিয়েছে। তারা নিজেদের ভুল এখন বুঝতে পেরে তৃণমূলে ফিরছে। তবে আদৌ কী তৃণমূলের লাভ হবে? তা সময়ে বলবে….

সম্পর্কিত পোস্ট