সর্বসমক্ষে গোঁসা পঞ্চায়েত ভোটে অ্যাডভান্টেজ দেবে মমতাকে!

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ সরকারি সমাবেশের মঞ্চে আমলাদের উপর প্রকাশ্যেই ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সমাবেশ উপলক্ষে ১৫ হাজার দরিদ্রকে শীতবস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার।

রাজ্য থেকে সেসব জিনিস জেলায় পাঠিয়ে দেওয়াও হয়। কিন্তু সেই জামাকাপড় কেন সমাবেশেস্থলে এসে পৌঁছয়নি তা নিয়ে বিডিও-জেলাশাসকদের প্রশ্ন করেন মমতা। সেই সময় তাঁকে দৃশ্যতেই উত্তেজিত দেখাচ্ছিল। শেষ পর্যন্ত বিডিও অফিস থেকে শীতবস্ত্রগুলি সভামঞ্চে নিয়ে এলে মুখ্যমন্ত্রী নিজের হাতে কয়েকজনকে সেই পোশাক তুলে দেন।

এই গোটা ঘটনাক্রমে লক্ষ্যনীয় বিষয় হল, মুখ্যমন্ত্রী যখন সভা মঞ্চের উপরেই সরকারি আমলাদের উপর ক্ষোভ প্রকাশ করছেন, সেই সময় উপস্থিত আমজনতা উচ্ছ্বাসে ফেটে পড়ে। তাঁদের হাততালি দিতে দেখা যায়। আর ঠিক এখানেই জিতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আমলাদের উপর মুখ্যমন্ত্রীর রাগ হতেই পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভালই জানেন তাঁর সেই রাগ যদি আমজনতার সঙ্গে এক হয়ে যায় তবে তার ডিভিডেন্ট পাওয়া যায় ভোট বাক্সে।

শেষ বিকেলে মমতার জেলা সফরের আলো কাড়লেন দেবাংশু

সরকারি কর্তা আমজনতার প্রিয় হয়েছে এ ঘটনা বিরল। সাধারণত উচ্চপদস্থ সরকারি আধিকারিক মানেই আমজনতার চক্ষুশূল। এটা শুধু ধারণা নয়, বাস্তব পরিস্থিতি। হয়তো উত্তর ২৪ পরগনার সরকারি কর্তারা ভেবেছিলেন, মুখ্যমন্ত্রীর সমাবেশ শেষের পরই তাঁরা নিয়ম মেনে শীতবস্ত্র তুলে দেবেন গরিব মানুষের হাতে। এই ভাবনায় বিশেষ একটা ভুল নেই।

কারণ মুখ্যমন্ত্রী নিজের হাতে শীতবস্ত্র তুলে দিতে গেলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। কার্যত মঙ্গলবার তাই হয়‌ও। মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া শুরু করেন সেই সময় হঠাৎই হুড়োহুড়ি পড়ে যায়। তার ফলে কোন‌ও একটা বিপদ ঘটতেই পারত। কিন্তু পুলিশ খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় শেষ পর্যন্ত তেমন কোনও বিপদ ঘটেনি।

এদিকে সামনেই পঞ্চায়েত নির্বাচন। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বাদ দিলেও আমজনতার মধ্যে ক্ষোভ কম নয়। নানান সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া নিয়ে গুচ্ছের অভিযোগ আছে। এই পরিস্থিতিতে আমজনতার কথাই যদি মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে ধ্বনিত হয় তবে তার থেকে ভালো আর কীই বা হতে পারে! তাই এদিন শুধু আমলাদের বকাবকি করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আসলে গ্রাম বাংলার বড় অংশের মানুষকে কাছেও টেনে নিলেন।

সম্পর্কিত পোস্ট