একনজরে রাজ্যের ৬ টি জেলার করোনা আপডেট…
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একনজরে রাজ্যের ৬ টি জেলার করোনা আপডেট…
দার্জিলিং
- দার্জিলিং জেলার ডিশান সারি হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক মহিলা সহ তিন রোগীর মৃত্যু হয়েছে। রবিবার মধ্যরাতে এই রোগীদের মৃত্যু হয়েছে।
- মৃতদের মধ্যে ৩৮ বছর বয়সি এক মহিলার বাড়ি শিলিগুড়ি* পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আম্বেদকর কলোনীতে। বাকি দুজন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর এবং জলপাইগুড়ির মেটেলির বাসিন্দা।
- এই মহিলা করোনার উপসর্গ নিয়ে গত শনিবার শিলিগুড়ি জেলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসার জন্য গিয়েছিলেন।
- সেখান থেকেই চিকিৎসকরা তাঁকে কাওয়াখালির সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেসের ( সারি) হাসপাতালে রেফার করেন।
- সেদিন থেকেই তিনি ওই হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর লালার নমুনা ওই রাতেই সংগ্রহ করে উত্তরবঙ্গ মেডিকেলের ভাইরাস রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে (ভিআরডিএল) পাঠানো হয়েছে।
- রিপোর্ট সোমবার দুপুর পর্যন্ত আসেনি।
নদীয়া
- জেলায় নতুন করে ১৫৯ জনের স্যাম্পল কালেকশন করা হয়েছে। কলকাতায় পাঠানো হয়েছে। করোনা সন্দেহে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে জেলার বিভিন্ন হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করতে হয়েছে।
- বর্তমানে মোট ১২১ জন জেলার বিভিন্ন আইসোলেশন ওয়ার্ডে রয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলার কোয়ারেন্টাইন সেন্টার গুলিতে নতুন করে ১৭ জনকে আনা হয়েছে। বর্তমানে জেলার কোয়ারেন্টাইন সেন্টার গুলিতে ১৮৮ জন রয়েছে।
- অন্যদিকে এ পর্যন্ত ১২৫৭ জনকে কোয়ারেন্টাইন থেকে বাড়ি ফেরত পাঠানো হয়েছে।
- উল্লেখ্য, এ পর্যন্ত করোনা সন্দেহে জেলায় মোট ৫২৬ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ৪০৫ জনকে ইতিমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ।
- এদিকে জেলায় আজ নতুন করে সংক্রমনের কোন খবর নেই।
বীরভূম
- আজ আবারো একজনের করোনা পজিটিভ ধরা পড়েছে বলে রামপুরহাট স্বাস্থ্য জেলা দপ্তর সূত্রে খবর। তাকে “বোলপুর গ্লোকাল করোনা হাসপাতালে”ভর্তি করা হয়েছে।
- অন্যদিকে আগেই ভর্তি থাকা দুই করোনা আক্রান্ত রোগীকে আজ ৬ দিনের মাথায় ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। আজকের এই করোনা আক্রান্ত ২৪ বছর বয়সী এই যুবক একজন পরিযায়ী শ্রমিক।
- তার বাড়ি বীরভূমের নলহাটি থানার আমাইপুর গ্রামে। সপ্তাহ খানেক আগেই পশ্চিম মেদিনীপুর থেকে জেলায় ফিরেছিলেন এবং বীরভূমের নলহাটী ১ নং ব্লক এলাকায় গভঃ কোয়ারান্টিনে ছিলেন।
- এই নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৭ জন।
- তবে ইতিমধ্যেই মল্লারপুর থানা এলাকার ৩ জন করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। জেলায় আজ আইসোলেশন এ ভর্তি রয়েছেন ৩৬ জন।
- গভঃ কোয়ারান্টিনে রয়েছেন ১,১৬২ জন।
- জেলা থেকে আজ পর্যন্ত ১,৬০৯ জনের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলেও এ পর্যন্ত ৮৩৫ জনের রিপোর্ট পাওয়া গেছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর।
বীরভূমের দুবরাজপুর ব্লকের বিভিন্ন জায়গা আজ স্যানিটাইজ করা হয়।দমকল বিভাগের কর্মীরা সকাল থেকে দুপুর পর্যন্ত দুবরাজপুর ব্লক কম্পাউন্ডে যেসব সরকারি অফিস রয়েছে প্রথমে সেগুলি স্যানিটাইজ করার পর দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল,দুবরাজপুর বনদপ্তর অফিস,নিরাময় যক্ষা হাসপাতাল ও হেতমপুর গভঃ ব্লক কোয়ারেন্টাইন সেন্টার স্যানিটাইজ করে।
মুর্শিদাবাদ
- মুর্শিদাবাদে করোনা আক্রান্ত ৪ জন এই মুহুর্তে বহরমপুর মাতৃসদন কোভিড হাসপাতালে চিকিৎসাধীন।
- ভিন রাজ্য ফেরত ৫,১৩৫জন জেলা স্বাস্থ্য দপ্তরের নজরদারিতে হোম কোয়ারান্টাইনে রয়েছেন।
- ভিন রাজ্য ফেরত ৪৩ হাজার ২০৩ জন হোম কোয়ারান্টাইনে থাকার মেয়াদ পূর্ণ করেছেন।
- আন্তঃজেলা সফরকারী ৪,৪৭১ জন মুর্শিদাবাদবাসী জেলা স্বাস্থ্য দপ্তরের নজরদারিতে হোম কোয়ারান্টাইনে রয়েছেন।
- সরকারি কোয়ারিন্টাইন কেন্দ্রে রয়েছেন ৪ জন।
- বহরমপুর আইসোলেসন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ১৩ জন।
- জেলার বাইরে কলকাতায় চিকিৎসাধীন ১ জন করোনা পজিটিভ।
পুরুলিয়া
- আজ পুরুলিয়া থেকে ৫১৯ জনের লালারসের নমুনা পুরুলিয়া থেকে পাঠানো হয়েছে। সবে মিলে এখনও পর্যন্ত ১৪০৫ জনের নমুনা পাঠানো হল।
- তবে যে রিপোর্ট এসেছে তাতে কোন পজিটিভ নেই।
- এদিন সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে ৬২ জনকে।
- হোম কোয়ারান্টাইন-এ পাঠানো হয়েছে ৭১৮ জনকে।
পূর্ব বর্ধমান
- মেমারির পাহাড়হাটি এলাকায় এক মহিলার করোনা সংক্রমণ ধরা পড়েছে। যদিও
- জেলা প্রশাসন সূত্রে জানা গেছে ওই মহিলা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলেন।বর্তমানে তিনি সেখানেই রয়েছেন।
- জেলাশাসক বিজয় ভারতী জানিয়েছেন আক্রান্ত এই মহিলা বেশ কিছুদিন ধরে কিডনির সমস্যা নিয়ে বর্ধমানে হাসপাতালে ভর্তি ছিলেন। দুবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।
- বাড়ি ফিরে তিনি ফের অসুস্থ হয়ে পড়ায় গত ৫ তারিখে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
- সেখানেই তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে।
- এই ঘটনায় মহিলার পরিবারের ৬ জনকে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।
- অন্যদিকে, বর্ধমান শহরের সুভাষপল্লীর বাসিন্দা করোনা আক্রান্ত কলকাতার সরকারি হাসপাতালের নার্সের পরিবার ও তাঁর সংস্পর্শে আসা ৯ জনের সোয়াব পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
- বর্ধমানের বামবটতলার বেসরকারি প্রি কোভিদ হাসপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছেন ৭৪ জন।
- নতুন করে ভর্তি রয়েছেন ৪ জন।
- হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৩ জনকে।
- গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১ জনের। ক্রিটিকাল
- কেয়ার ইউনিটে রয়েছেন ৬ জন।
- অক্সিজেন চলছে ১৫ জনের।
- হোম কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে ৯২ জনকে।