রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩ হাজার
দ্যা কোয়ারি ওয়েবডেস্ক: দেশে একদিনে করোনা সংক্রমিতের সংখ্যা আবারও ৯০ হাজারের কাছাকাছি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যানে জানা গেছে, আজ সকাল ৮ টা পর্যন্ত ৮৯ হাজার ৭০৬ জন কোভিড ১৯ আক্রান্ত হন।
ফলে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৩ লক্ষ ৭০ হাজার ১২৮।
গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ১১৫ জন সংক্রমিতের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে- ৭৩ হাজার ৮৯০।
তবে আরোগ্যের হারও পাল্লা দিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৭৪ হাজার ৮৯৪ জন সুস্থ হওয়ায় মোট ৩৩ লক্ষ ৯৮ হাজার ৮৪৪ জন রোগ মুক্ত হলেন।
আরোগ্যের হার বেড়ে ৭৭ দশমিক সাত/ সাত শতাংশে পৌঁছেছে।
এদিকে, মৃত্যুরহার’ও নিম্নমুখী। এই হার কমে হয়েছে- এক দশমিক ছয়/ নয় শতাংশ।
রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ১০৭ জন নভেল করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল এক লক্ষ ৯০ হাজার ৬৩।
অন্যদিকে এই সময় আরও ২ হাজার ৯৬৭ জন সংক্রমণ মুক্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত এক লক্ষ ৬২ হাজার ৯৯২ জন সুস্থ হয়ে উঠলেন। আরোগ্যের হার বেড়ে হয়েছে ৮৫ দশমিক ৮/৬ শতাংশ।
আজ সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে জানা গেছে এই একদিনে আরও ৫৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।
এই নিয়ে, রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল তিন হাজার ৭৩০ জন। বর্তমানে ২৩ হাজার ৩৪১ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৬৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ২২ লাখ ৮৫ হাজার ৯৩৬ জনের নমুনা পরীক্ষা করা হল।