বিজেপিতে যোগদান, ক্ষোভে পোস্টার পুড়ল দীপেন্দুর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বসিরহাট মহাকুমার বসিরহাট দক্ষিণ বিধানসভার ১৩ নম্বর ওয়ার্ডের সরদার হাটি টাকি রোডের চৌমাথায় বেশ কয়েকটি বিক্ষিপ্ত জায়গায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাসের পোস্টার পোড়ালো উত্তেজিত জনতা।
সোমবার কলকাতা হেস্টিংস অফিসে গিয়ে বিজেপিতে যোগদান করার পর ক্ষোভ তৈরি হয়েছে তার অনুগামীদের মধ্যে।এদিন উত্তেজিত জনতা, নেতা-কর্মী-সমর্থকরা তার পোস্টার, ফেস্টুন, ব্যানার, ল্যাম্পপোস্ট থেকে নামিয়ে আগুন ধরিয়ে দেয়।
বসিরহাট মহাকুমার তৃণমূল নেতা কৌশিক দত্ত বলেন ২০১৭ সালে জুলাই মাসে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গিয়েছিল বসিরহাটে। এটি সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। অন্যদিকে চাকরি দেয়ার নাম করে বহু বেকার যুবক যুবতীকেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। যার কারনে আজকে এই ঘটনা ঘটছে। এর সঙ্গে দলের কোন সংগঠন বা কেউ জড়িত নয়।
West Bengal Assembly Election:নন্দীগ্রামবাসীর অনুমতি নিয়েই বুধবার মনোনয়ন জমা দেবেন মমতা
বিজেপি নেতা গৌরাঙ্গ পাল বলেন দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। ২০১৭ সালের জুলাই মাসের যে ঘটনা ঘটেছিল তার জন্য উনি দায়ী।তবে সেটা বড় কথা নয়। আমাদের দলের প্রতীক চিহ্ন বড় কথা। তারপরে নেতা-কর্মী-সমর্থকরা, রাজ্য নেতৃত্ব ভালো বুঝেছেন বলে দীপেন্দুকে দলে নিয়েছেন।