West Bengal Election 2021: বারাসাতে TMC-BJP সংঘর্ষে দোষীদের গ্রেফতারের দাবিতে সরব সাংসদ কাকলী ঘোষদস্তিদার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বারাসাতে তৃণমূল বিজেপি সংঘর্ষের রেশ কাটলো না শুক্রবার দিনভরয়। বৃহস্পতিবার রাতে বারাসাতে বিজেপি কর্মীদের হাতে তৃণমূল নেতা অরুন ভৌমিক সহ প্রায় শতাধিক তৃণমূল কর্মীর প্রহৃত হওয়ার অভিযোগে প্রতিবাদে সরব সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও।
বারাসাতে বিগত দুবারের বিধায়ক ও এবারের নির্বাচনের তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ঘটনায় দোষীদের শাস্তির দাবী করে স্মারকলিপি জমা দিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বারাসাতের ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থীর দেওয়াল লিখনের সামনে বিজেপির পোস্টার লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি কর্মীদের সংঘর্ষ বাঁধে।যা হাতাহাতিতে পৌঁছয়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় প্রাক্তন কাউন্সিলর ও প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য অরুন ভৌমিক সহ তৃণমূল কর্মীদের দুপাশ দিকে ঘিরে রড, বাঁশ দিয়ে মারধর করার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।
West Bengal Election 2021: বারাসাতে TMC-BJP সংঘর্ষ, আহত ৭, পুুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ তুললেন TMC নেতা অশনী মুখোপাধ্যায়
শুক্রবার সকালে ঘটনার প্রতিবাদে ময়দানে নামেন সাংসদ। সঙ্গে ছিলেন বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী চিরঞ্জিত ও প্রশাশক মন্ডলীর সদস্য সুনীল মুখোপাধ্যায় ও অশনী মুখোপাধ্যায়।
চিরঞ্জিত ঘটনাটিকে পূর্বপরিকল্পিত বলেছেন। কাকলি ঘোষ দস্তিদার বলেন, পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি সন্ত্রাস করার জন্য উঠে পড়ে লেগেছে।গত রাতের হিংসাত্মক ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন সাংসদ ।
নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে দাবী তুলে কাকলি ঘোষ দস্তিদার বলেন, অবিলম্বে ঘটনায় যুক্ত বিজেপি দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। অভিযোগ সম্বলিত স্মারকলিপি সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও তৃণমূল প্রার্থী চিরঞ্জিত জমা দেন বারাসাত জেলা পুলিশের দপ্তরে।