West Bengal Election 2021: বারাসাতে TMC-BJP সংঘর্ষ, আহত ৭, পুুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ তুললেন TMC নেতা অশনী মুখোপাধ্যায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দ্বিতীয় দফার নির্বাচন শেষ হতেই এবার তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বারাসাত। সূত্রের খবর তৃণমূলের দেওয়াল লিখনের সামনে বিজেপির ব্যানার রাখা নিয়ে তৃণমূলের তরফে প্রতিবাদ জানানো হয়। বাকবিতন্ডা থেকেই বচসায় জড়িয়ে পড়েন দুপক্ষের কর্মী-সমর্থকরা।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে বারাসাতের ৭ নম্বর ওয়ার্ডে। এই ঘটনায় আহত হয়েছেন মোট ৮ জন। যাদের মধ্যে দুইজনের আঘাত গুরুতর বলে জানা গেছে হাসাপাতাল সূত্রে।

হাতাহাতিতে মাথা ফেটেছে সাত নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও বারাসাতের দাপটে তৃণমূল নেতা অরুণ ভৌমিকের। গুরুতর আহত হন রহমত আলী, মোশারফ গাজী সহ অনেকেই। রাতেই তাদের বারাসাত যশোর রোড সংলগ্ন একটি বেসরকারি মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তৃণমূল সূত্রের খবর, বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ বিবাদ শুরু হয় বারাসাতের ৭ নম্বর ওয়ার্ডে। সেখানে বারাসাত বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী চিরঞ্জিতের সমর্থনে দেওয়াল লিখনের কাজ চলছিল।

পাশেই বারাসাতের বিজেপি প্রার্থীর শঙ্কর চ্যাটার্জির সমর্থনে একটি ব্যানার লাগায় বিজেপি সমর্থকরা। তখনই তৃণমূলের কর্মী-সমর্থকরা বিজেপির ব্যানার নিয়ে তীব্র আপত্তি জানায়।

তৃণমূল কর্মী-সমর্থকদের বক্তব্য বিজেপির ব্যানার লাগানোর ফলে আংশিকভাবে ঢেকে যাচ্ছে চিরঞ্জিতের দেওয়াল লিখন। সেখান থেকেই শুরু হয় কথা কাটাকাটি। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন অরুণ ভৌমিক।

বিজেপি সমর্থকদের তিনি জানান ব্যানারটি একটু দূরে সরিয়ে নিয়ে গিয়ে লাগাতে। তবে আপত্তি জানান বিজেপির কর্মী-সমর্থকেরা। এরপরই উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।

তৃণমূলের অভিযোগ বিজেপি কর্মীরা প্রচুর সংখ্যায় দলবল নিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে তৃণমূল কর্মীদের ওপর। রড-বাঁশ দিয়ে একতরফা ভাবে আক্রমণ চালায় বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে উত্তেজনার খবর পেয়ে পুলিশ পৌঁছলেও তারা অশান্তি থামানোর কোন রকম ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতৃত্বরা।

বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অশনি মুখোপাধ্যায় জানান,  অরুণ ভৌমিককে ঘিরে ধরে শতাধিক বিজেপি কর্মী তৃণমূল সমর্থকদের ওপর হামলা চালায় বিজেপি।

পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ঘটনা খারাপ দিকে মোড় নিচ্ছে বুঝে বারাসাত থানার পুলিশকে জানানো হয়। তা সত্বেও একটি গাড়িতে সামান্য কয়েকজন পুলিশকর্মী ঘটনাস্থলে হাজির হন। পুলিশের সামনেই বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলের কর্মীদের উপর মারধর করে। তবে পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের মত।

গোটা ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অশনি মুখোপাধ্যায়। তিনি আরো জানান বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে।

সম্পর্কিত পোস্ট