West Bengal Election: ঠিকানা পরিবর্তন, তবে কি প্রার্থী হচ্ছেন ‘মহাগুরু’
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জোড়াবাগানের ঠিকানা বদল করেছেন। কলকাতার মণিন্দ্র রোডের বাসিন্দা তিনি৷ ভোটের মুখে অভিনেতা মিঠুন চক্রবর্তীর ঠিকানা বদলকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
তবে কি বিজেপির টিকিটে ২১ এর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মহাগুরু? এই জল্পনা বেড়েছে বঙ্গ রাজনীতিতে।
কিছুদিন আগেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। বেশ কিছু আসনে প্রার্থীপদে বদল হতে পারে। সেই তালিকায় রয়েছে চৌরঙ্গী এবং কাশীপুর-বেলগাছিয়া। রাজনৈতিক মহলের মতে, উত্তর কলকাতার এই দুটি আসনের মধ্যেই প্রার্থী হতে পারেন মিঠুন চক্রবর্তী।
আরও পড়ুনঃ West Bengal Election: রাজ্যের সহমতের ভিত্তিতে হবে শিল্পায়ন, ইস্তেহারে স্পষ্ট বার্তা বামেদের
উল্লেখ্য, ৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেডের সমাবেশে বিজেপি দলে নাম লেখান মিঠুন চক্রবর্তী। তখন থেকেই দলের হয়ে নির্বাচনী প্রচারে নামতে চলেছেন তিনি।
একইসঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী পদের জন্য মিঠুন চক্রবর্তীকে নিয়ে জল্পনা কম হয়নি। মানুষের হয়ে কাজের জন্য ১০ দফার কর্মসুচী স্থির করেছেন তিনি। যদিও বিজেপি নেতারা মনে করছেন যেভাবে মিঠুন চক্রবর্তী এক সাধারণ জীবন থেকে অভিনেতা হয়েছেন, তাঁর উপস্থিতি দলকে আলাদা করে মাইলেজ দিতে পারে।