West Bengal Election: ভোটের পরেও সংঘর্ষ জারি নন্দীগ্রামে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার ভোটের পরেও সংঘর্ষ জারি নন্দীগ্রামে। ভোট পরবর্তী সংঘর্ষ নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের অন্তর্গত নিতুড়িয়ায়। তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে আতঙ্ক ছড়িয়েছে। একে অপরের দিকে আঙুল তুলেছে দুই পক্ষ। ঘটনা সামাল দিতে উপস্থিত পুলিশ বাহিনী।
বৃহস্পতিবার ভোটপর্ব চলাকালীন নন্দীগ্রামের একাধিক জায়গায় অশান্তির খবর ছড়িয়ে পড়ে। একে অপরের দিকে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল এবং বিজেপি। এমনকি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সুপ্রিমো এবং নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার ভোটের পরে আরও একবার অশান্ত নন্দীগ্রাম। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের নিতুড়িয়ায়। সংঘর্ষের দায় এড়িয়েছে তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষ। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হয় পুলিশ বাহিনী।
ইতিমধ্যেই রেয়াপাড়া থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় দফার নির্বাচনের দিকে তাকিয়ে একধিক কর্মসুচী রয়েছে তাঁর। দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ এবং আলিপুরদুয়ারে সভা করবেন তিনি।
অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে উত্তরবঙ্গ সফরে বেরিয়েছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তবে নন্দীগ্রামে জয়ের জন্য আশাবাদী উভয়পক্ষ।