West Bengal Election: ভোটের আগে নন্দীগ্রামে বোমাবাজি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার দ্বিতীয় দফার নির্বাচনে বিশেষ নজর নন্দীগ্রামের দিকে। তার আগে নন্দীগ্রামে এক বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ গ্রামে। বিজেপি কর্মীর দাবী বুধবার রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে দুটি বোমা ছোঁড়া হয়েছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে।
নন্দীগ্রামে নির্বাচনের আগে চলছে নাকা চেকিং। নন্দীগ্রাম ঢোকার মুখে সব জায়গাগুলিতে চলছে নাকা চেকিং। একইসঙ্গে হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথেও নজরদারি রাখা হচ্ছে।
বৃহস্পতিবার নন্দীগ্রামে মুখোমুখি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে ওই কেন্দ্রে সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখার্জী। বিশেষ গুরুত্ব দিয়ে নন্দীগ্রামে মোতায়েন করা হচ্ছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দুই প্রার্থীর জন্য বিশেষ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব।