West Bengal Election: আহত ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার প্রচার সেরে ফেরার পথে তৃণমূলের হামলায় আহত হন ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা। অভিযোগ, তৃণমূলের তরফে তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। তাঁর গাড়ি লক্ষ্য করে ইঁট ছোঁড়া হয় বলে অভিযোগ। গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনায় বিজেপি প্রার্থী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
অভিযোগ, এদিন ময়নাতেই রোড শো করেন তৃণমূল সাংসদ নুসরাত জাহান। এদিন তৃণমূল প্রার্থী সংগ্রাম দোলুইয়ের সমর্থনে রোড শো করেন তিনি। সেই রোড শো পাশ দিয়ে আসার সময় তৃণমূলের কর্মীরা অশোক দিন্দার গাড়ি লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে। ঘটনায় তিনি আহত হন।
জানা গিয়েছে, আহত হওয়ার পর বিজেপি প্রার্থী অশোক দিন্দাকে সরিয়ে নিয়ে যান তাঁর দেহরক্ষীরা। গুরুতর জখম একজন বিজেপি কর্মী। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। পুরো ঘটনাটি থানায় জানাবেন তিনি।
যদিও গোটা অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। হামলার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।