West Bengal Election: মতুয়া মন জয়ে গাইঘাটায় বিজেপির প্রার্থী সুব্রত ঠাকুর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রার্থী তালিকায় ছিল না মতুয়াদের কারোর নাম। সেকারণেই ক্ষোভ উগরে দিয়েছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের প্রধান সেবায়েত মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। তড়িঘড়ি বৈঠকে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু দিন বদল হতেই পাল্টে গেল ছবি। গাইঘাটায় মতুয়া পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি।

বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের ভাই সুব্রত ঠাকুর। লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিপুল ভোটে এগিয়েছিল বিজেপি। ২১ এর নির্বাচনে ৩০ টি আসনে যেখানে মতুয়াদের সংখ্যা বেশী সেখানেই প্রার্থী দিতে চেয়েছিলেন শান্তনু ঠাকুর। অবশেষে গাইঘাটায় ঠাকুর পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি।

আরও পড়ুনঃ West Bengal Election: প্রার্থী তালিকায় নেই মতুয়াদের নাম, ক্ষোভে ফুঁসছে ঠাকুরবাড়ি

রাজনৈতিক মহলের মতে, এবারের নির্বাচনে মমতাবালা ঠাকুরকে তৃণমূলের প্রার্থী করার জন্য আবেদন জানিয়েছিল মতুয়ারা। কিন্তু তা করা হয়নি। বরং সুব্রত ঠাকুরকে প্রার্থী করেই বাজিমাত করতে চাইছে বিজেপি। ওয়াকিবহাল মহলের মতে, মতুয়াদের ক্ষোভকেই কাজে লাগিয়ে এই কেন্দ্রে জয়লাভ করতে চাইছে বিজেপি।

উল্লেখ্য, এর আগে একাধিক নির্বাচনে মতুয়াদের ভোটকে ব্যবহার করে একাধিক আসনে জয়লাভ করেছে তৃণমূল। সেই হাওয়াকেই কাজে লাগিয়ে ১৯ এ বনগাঁয় বাড়ে বিজেপির দাপট। মমতাবালা ঠাকুরকে পরাজিত করে সাংসদ হিসাবে নির্বাচিত হন শান্তনু ঠাকুর।

ইতিমধ্যেই মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। একইসঙ্গে রাজ্যে ক্ষমতায় আসলেই সিএএ চালু করা হবে। এমনটাই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই মতুয়া ভোটে হাওয়া লাগিয়ে ক্ষমতায় আসতে মরিয়া গেরুয়া শিবির।

সম্পর্কিত পোস্ট