বিরোধী এবং ভোটারদের অভিযোগেই বেশী গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আসন্ন পুরসভা নির্বাচনে বিরোধী রাজনৈতিক দল ও সাধারণ মানুষের অভাব অভিযোগের নিষ্পত্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। গ্রিভান্স সেল চালু করেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই সেলের কাজ শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ #BGM: পুরসভা নির্বাচনে মানুষ মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখেই ভোট দেবেঃ রাসবিহারী হালদার
সাধারণ মানুষের অভিযোগের কথা শোনার জন্য প্রত্যেক সেলে একজন করে সহকারী জেলাশাসকরাও থাকবেন। আগেই হাওড়া এবং দুই ২৪৫ পরগণার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে এবিষয়ে খুঁটিনাটি বুঝিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এমনকি কিভাবে বিরোধী দল এবং ভোটারদের অভাব অভিযোগের কথা শুনে তা নিষ্পত্তি করা হবে, সেবিষয়েও বিষদে তথ্য জারি করেছে নির্বাচন কমিশন।
রাজনৈতিক মহলের মতে, গত পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যজুড়ে হিংসার ঘত্নায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। তাই তাদেরকেই এবার গুরুত্ব দিতে চাইছে নির্বাচন কমিশন।
বুধবার হাওড়া, দুই ২৪ পরগণা এবং কালিম্পং বাদ দিয়ে বাকি ১৮ জেলার সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। তাঁদেরকেও এই বিষয়ে তথ্য দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কালিম্পং-এ ভোট না হওয়ায় তাঁদের আর ডাকা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর অভিযোগ অমুলক নয়, প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
কমিশন সূত্রের খবর, পুরভোটের নির্ঘন্ট ঘোষণা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই পুরভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন।
কমিশন সূত্রের খবর, এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর সঙ্গে জেলা সফরে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব। তিনি আসা মাত্রই নির্বাচনের বৈঠক সেরেই নির্বাচনের দিন ঘোষণা করবে কমিশন।