মমতার জন্য গান বাঁধলেন কবীর সুমন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলনে দেখা গিয়েছিল এই ছবি। যখন লড়াইয়ের ময়দানে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পাশে দাঁড়িয়ে সমর্থন জানান কবীর সুমন। সময় বদলে এবারেও নির্বাচনী লড়াইয়ে নন্দীগ্রামকে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জন্য গান বাঁধলেন তৃণমূলের পুরানো সতীর্থ কবীর সুমন।
এদিন নিজের ফেসবুকে সেই গানের কথা প্রকাশ্যে এনেছেন কবীর সুমন নিজেই। তিনি আরও লেখেন, “বাংলা ও মমতার জন্য আমার গান। সুর করে নিয়েছি। রেকর্ড করার কথা আসছে শনিবার। এ্যারেঞ্জমেন্ট আমার। গাইবেন নবীনরা। সঙ্গে এই বুড়ো”।
মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনমুখী প্রকল্পের কথা উল্লেখ রয়েছে এই গানে। স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কন্যাশ্রী সহ একাধিক প্রকল্প নিয়েই গান বেঁধেছেন কবীর সুমন।
এরাজ্যে সিঙ্গুর, নন্দীগ্রাম সহ একাধিক আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন কবীর সুমন। পশ্চিমবঙ্গ থেকে বামেদের উৎখাত করতে একজোট হয়েছিলেন তিনি। ২০০৯ সালে তৃণমূলে যোগ দিয়ে যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী হন তিনি।
যাদবপুর কেন্দ্র থেকে সুজন চক্রবর্তীকে পরাজিত লোকসভার সাংসদ হিসাবে নির্বাচিত হন তিনি। কিন্তু সাংসদ থাকাকালীন দলের সঙ্গেই দুরত্ব বাড়তে শুরু করে তাঁর। পরে আর নির্বাচনী ময়দানে দেখা যায়নি তাঁকে।
২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপির উত্থানের পর আরও একবার মমতার পাশে দাঁড়িয়েছেন কবীর সুমন। নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমানের পর প্রতিবাদে সরব হন তিনি।
এবার মমতার জন্য গান বেঁধেছেন তাঁর পুরাতন সঙ্গী কবীর সুমন। শনিবার গানের রেকর্ড। নিজেই জানালেন ‘নাগরিক কবিয়াল’।