West Bengal Election: মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে উত্তপ্ত বারুইপুর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার জেলার দুটি জায়গায় সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বুধবার তৃণমূল এবং সংযুক্ত মোর্চার সংঘর্ষে উত্তপ্ত বারুইপুর। জানা গিয়েছে, ঘটনায় নিহত হয়েছেন এক তৃণমূল কর্মী।

উভয় পক্ষের সংঘর্ষে আহত কমপক্ষে ১০ জন। অন্যদিকে সংযুক্ত মোর্চার তরফে দাবী করা হচ্ছে। তাঁদের ৩ জন কর্মী এখনও নিখোঁজ।

তৃণমূলের তরফে অভিযোগ, বুধবার বেলেগাছি এলাকায় সভচা করছিল সংযুক্ত মোর্চার সদস্যরা। সেই সময় সভা শেষে বাড়ি ফিরছিলেন কয়েকজন তৃণমূল কর্মী। তাঁদের ওপর হামলা চালায় সংযুক্ত মোর্চার কর্মীরা। ঘটনায় তৃণমূলের ৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

ঘটনায় গুরুতর আহত হন রহুল আমিন মিদ্দে। তাঁকে বেসকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর।

পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ছুঁড়ে দিয়েছে বারুইপুর পুর্বের সিপি(আই)এম প্রার্থী স্বপন নস্কর। অভিযোগ, সংযুক্ত মোর্চার মিছিলে হামলা চালায় তৃণমূল কর্মীরা। ঘটনায় ৫ জন সংযুক্ত মোর্চার কর্মীরা আহত হয়েছেন। ঘটনায় নিখোঁজ ৩ জন। আহত হন বেশ কয়েকজন।

বুধবার রাতের ঘটনার পর থমথমে গোটা এলাকা। দু’পক্ষের মধ্যে উত্তেজনা এড়াতে উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী।

সম্পর্কিত পোস্ট