West Bengal Election: প্রচারে বেরিয়ে ‘বাধা’, থানার সামনে বিক্ষোভে রুদ্রনীল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার সকালে প্রচারে বেরিয়ে বাধা পেলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। অভিযোগ, প্রশাসনের কোনও সাহায্য না মেলায় থানার সামনে বিক্ষোভে বসেন তিনি।

শুক্রবার গোপালনগর এলাকার ৭৪ নম্বর ওয়ার্ডে প্রচার শুরু করেন রুদ্রনীল ঘোষ। তখনই তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এমনকি প্রচারকে লক্ষ্য করে মহিলারা গালিগালাজ করেন বলে অভিযোগ করেন তিনি। এরপরেই দলীয় কর্মীদের নিয়ে থানার সামনে বিক্ষোভ দেখান তিনি।

তিনি বলেন, নন্দীগ্রাম থেকে তৃণমূল সুপ্রিমো হারছেন এই কথা তৃণমূলের তরফেই তিনি জানতে পেরেছেন। সেকারণেই অন্য কোথাও থেকে দাঁড়াবেন ভাবছেন। যার মধ্যে রয়েছে ভবানীপুর আসনটি। কিন্তু যেকোনো জায়গাতেই তাঁর হার নিশ্চিত।

আরও পড়ুনঃ West Bengal Election: ভোটের পরেও সংঘর্ষ জারি নন্দীগ্রামে

তৃণমূলের হারের জন্য বিজেপিকে পরিশ্রম করতে হচ্ছে না বলে দাবী করেন তিনি। শুধুমাত্র অন্যায়ের পাশ ছেড়ে ন্যায়ের পাশে দাঁড়ানোর প্রচার করছেন তাঁরা। পোস্টার, ব্যানার, হোর্ডিং লাগাতে দেওয়া হচ্ছে না। ধমকি দেওয়া হচ্ছে এমনকি কর্মীদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।

তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি প্রার্থী জানিয়েছেন, প্রচারে মানুষের সাড়া মিলছে। ভবানীপুরের মানুষ আমন্ত্রণ জানাচ্ছে। তাঁরা বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছে। এটা মেনে নিচ্ছে না তৃণমূল।

একইসঙ্গে প্রশাসনের তরফে কোনও সাহায্য মিলছে না বলে দাবী করেন বিজেপি প্রার্থী। তাঁর কথায় সাহায্য পেলে থানায় আসতে হত না।

সম্পর্কিত পোস্ট