২৭ মার্চ থেকে ৮ দফায় বঙ্গযুদ্ধ, বাড়তি সতর্কতা করোনায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, অসম, কেরল এবং পদুচেরিতে রয়েছে বিধানসভা নির্বাচন।

২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল অবধি বাংলায় হবে আট দফার নির্বাচন। তবে তামিলনাড়ু এবং কেরলে হবে একদফার নির্বাচন। একই দিনের পদুচেরিতেও হবে একটিমাত্র দফার নির্বাচন।

অন্যদিক, অসমে নির্বাচন হবে তিন দফায়। ২৭ মার্চ, ১ এপ্রিল এবং ৬ এপ্রিল অসমে হবে তিন দফার বিধানসভার নির্বাচন।

মুখ্য নির্বাচনী কমিশনার সুনীল আরোরা জানিয়েছেন, এদিন নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার পরেই শুরু হয়ে গেল নির্বাচনী আচরণবিধি। পাঁচ রাজ্যজুড়ে ১৮ কোটির অধিক ভোটার এদিন ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন৷\

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির জন্য দায়ী রাজ্য সরকার, মন্তব্য দিলীপ ঘোষের

পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভায় হবে নির্বাচন, একইসঙ্গে তামিলনাড়ুর ২৩৪ টি আসনে, কেরলের ১৪০ টি আসনে, অসমের ১২৬ টি আসনে এবং পদুচেরির ৩০ টি আসনে হবে নির্বাচন।

এর আগে করোনাকালে বিহারে বিধানসভা নির্বাচন হয়। করোনার পরিস্থিতি ইতিমধ্যেই নিয়ন্ত্রণে এসেছে। ভ্যাক্সিন বাজারে এসেছে।

যদিও স্বাস্থ্য বিষয়ে বেশী সতর্কতা জারি করেছে নির্বাচন কমিশন। বাড়ানো হয়েছে বুথের সংখ্যা। করোনার কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে ভোট দানের সময়সুচী।

সম্পর্কিত পোস্ট