West Bengal Election: হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে জয়পুরের তৃণমূল প্রার্থী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ হাইকোর্টে পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল মনোনীত প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন নিয়ে জট কাটল। বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে মনোনয়ন জমা নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
২১ এর নির্বাচনে পুরুলিয়া জেলার জয়পুর বিধানসভা কেন্দ্রে লড়াইয়ের জন্য উজ্জ্বল কুমারকে নির্বাচিত করে তৃণমূল কংগ্রেস। ৯ মার্চ ঝালদায় মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেন তিনি। কিন্তু ওই মনোনয়ন পত্রে ভুল থাকায় বুধবার তা বাতিল করে দেয় নির্বাচন কমিশন।
আরও পড়ুনঃ West Bengal Election: আহত মমতা বন্দ্যোপাধ্যায়, নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল-বিজেপি
উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিলের খবর ওয়েবসাইটে জানিয়ে দেয় নির্বাচন কমিশন। এরপরেই তৃণমূলের অন্দরে তা নিয়ে ব্যাপক শোরগোল তৈরি হয়। এমনকি বিষয়টি নিয়ে আদালতে উপস্থিত হন উজ্জ্বল কুমার।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানিয়েছেন, মনোনয়নে যে ত্রুটি রয়েছে তা সামান্য। তাই কমিশনের সিদ্ধান্ত বাতিল করে পুরানো মনোনয়ন গ্রহণের নির্দেশ দেন তিনি।
যদিও নির্বাচন কমিশনের তরফে নতুন করে আদালতে কেউ আবেদন করেননি। যদিও গোটা বিষয়টিতে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব নিয়ে অভিযোগ তুলেছে জেলা তৃণমূলের মুখপাত্র নব্যেন্দু মাহালী।