খুশির আমেজ, টানা ১৬ দিন ছুটি রাজ্য সরকারী কর্মীদের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উৎসবের মরসুমে লম্বা পুজোর ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো, উৎসবের মরসুমে লম্বা পুজোর ছুটি উপভোগ করবেন তাঁরা। নবান্ন সুত্রে জানা যাচ্ছে, শনি ও রবিবার ধরে একটানা ১৬ দিন পর্যন্ত ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

২০২০ সালে আম বাঙালি দুর্গাপুজোর আনন্দে মেতে উঠতে পারেননি করোনা অতিমারীর কারণে। তবে চলতি বছরে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় কলকাতা হাইকোর্ট মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। তবুও ঠাকুর দেখায় এবার ভিড় হবে বলেই মনে করছেন সংশ্লীষ্ট মহল।

পুলিশ-প্রশাসনও এই বিষয়ে সজাগ রয়েছে। এর সঙ্গে যুক্ত হল পুজোর ছুটি। যা রাজ্য সরকারি কর্মচারীদের কাছে যেন হাতে চাঁদ পাওয়ার সামিল।

শুক্রবার ৮ অক্টোবর রাজ্য সরকারি অফিসগুলি ছুটি পরে গিয়েছে।অফিস খুলবে সেই লক্ষ্মী পুজোর পর। যদিও দুর্গাপুজোর ছুটি শুরু হবে ১১ অক্টোবর থেকে, যা শেষ হবে ২২ অক্টোবর। কিন্তু আগেপিছের শনি ও রবিবার ধরলে একটানা ১৬ দিন পর্যন্ত ছুটি পেয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি আগেই বাতিল হয়েছে। তবে পরে তাদের এই ছুটি পুষিয়ে দেওয়া হবে বলে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্পর্কিত পোস্ট