নির্বাচনের আগে তথ্য প্রযুক্তিতে নয়া সিদ্ধান্ত সরকারের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচনের মুখে কর্মসংস্থানে বিশেষ নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নয়নে নজর রাজ্যসরকারের। নিউটাউনের সিলিকন ভ্যালিতে আরও কুড়িটি অথ্যপ্রযুক্তি সংস্থাকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী নিজেই।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবান্নে মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে প্রথম পর্যায়ে সিলিকন ভ্যালির একশো একর জমির বরাদ্দ করা হয়েছিল। এবার দ্বিতীয় পর্যায়ে আরও একশো একর জমি বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের বরাদ্দ করা জমিতে আন্তর্জাতিক মানে তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রো সফটওয়্যার ডেভোলপমেন্ট সেন্টার তৈরি হবে বলে জানিয়েছেন তিনি। জমি অনুমোদনের জন্য ২০ ডিসেম্বরের মধ্যে উইপ্রোর তরফে পরিকল্পনা জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে জলপাইগুড়িতে স্টার সিমেন্ট সংস্থার একটি ইউনিট গড়ে তোলার জন্য জমির প্রস্তাব এদিনের বৈঠকে গৃহিত হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ নির্বাচনের আগে আদিবাসী ভোটব্যাঙ্ক মজবুত করতে বিশেষ নজর রাজ্যের

পাশপাশি প্রতিভাবান, মেধাবী এবং দরিদ্র মহিলাদের বিজ্ঞানী গবেষ্ণার জন্য ‘সিনিয়র বিজ্ঞানী মেধাবৃত্তি’ চালু করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পের আওতায় ৫০ জন মেধাবী কন্যাকে মাসে চার হাজার টাকা করে দেওয়া হবে।

উল্লেখ্য, গত দুবছর ধরে ‘বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি’ প্রকল্পের আওতায় ৫০ জন মেধাবী কন্যাকে মাসে ১২৫০ টাকা করে সরকারী বৃত্তি প্রদান করে সেছে রাজ্যসরকার।

সম্পর্কিত পোস্ট