রেশন নিয়ে অভিযোগ? জানান খাদ্য দফতরের টোল ফ্রি নম্বরে..

টানা লকডাউনের জেরে ক্ষতিগ্রস্থ রাজ্যবাসীকে সহায়তা করতে বিশেষ প্যাকেজের আওতায় রাজ্য সরকার বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করার কাজ শুরু করার পর থেকেই রাজ্যজুড়ে রেশন বন্টন নিয়ে বিভিন্ন অভিযোগ আসছে।

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রেশন নিয়ে কোন অভিযোগ জানানোর জন্যে রাজ্য খাদ্য দপ্তর দু’টি টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছে। রেশন সংক্রান্ত কোন অভিযোগ জানাতে গ্রাহকরা এখন থেকে ১৮০০ ৩৪৫ ৫৫০৫ এবং ১৯৬৭ নম্বরে ফোন করতে পারেন।

উল্লেখ্য টানা লকডাউনের জেরে ক্ষতিগ্রস্থ রাজ্যবাসীকে সহায়তা করতে বিশেষ প্যাকেজের আওতায় রাজ্য সরকার বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করার কাজ শুরু করার পর থেকেই রাজ্যজুড়ে রেশন বন্টন নিয়ে বিভিন্ন অভিযোগ আসছে।

রাজ্যে রেশন বণ্টন নিয়ে অনিয়মের অভিযোগের জেরে রাজ্য সরকার খাদ্য দপ্তরের সচিবকে বদলি করেছে।

মনোজ আগরওয়ালের পরিবর্তে পারভেজ আহমেদ সিদ্দিকি রাজ্যের নতুন খাদ্য সচিব হয়েছেন।

করোনা আক্রান্ত ফলবিক্রেতা ! শ্যামবাজারে বাড়ছে উদ্বেগ

প্রসঙ্গত, দেশজুড়ে চলছে লকডাউন। ফলে বন্ধ কাজকর্ম। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বহু মানুষ। এমতাবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছেন সকলকে রেশন দেওয়া হবে। সেই মতো মানুষেরা রেশন নিতে রেশন দোকানে হাজির হয়।

গ্রাহকদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যাদের কাছে নতুন রেশন কার্ড আছে তাদেরকেই একমাত্র রেশন দেওয়া হচ্ছে। বাকিদের রেশন দেওয়া হচ্ছে না।

রেশন পেতে হলে খাদ্য দপ্তর থেকে লিখিত চিঠি নিয়ে আসতে হবে হবে বলে রেশন দোকান মালিকেরা জানিয়েছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে রেশন ডিলারদের এহেন ব্যবহারে চরম দুর্বিপাকে পড়েছে বহু রেশন গ্রাহক।

সম্পর্কিত পোস্ট