পুজোর আগে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা সরানোর নির্দেশ নবান্নর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। অথচ বিরূপ আবহাওয়ার কারণে এখনও রাস্তায় বর্ষার ক্ষত মেরামত সম্ভব হয়নি। এবার তাই যুদ্ধকালীন তৎপরতায় পুজোর আগে গোটা রাজ্যের ছোট বড় সমস্ত সমস্ত রাস্তা সারাইয়ের নির্দেশ দিল রাজ্য সরকার। পুরসভা ও পঞ্চায়েতের পাশাপাশি পূর্ত ও সেচ দপ্তরকে তাদের হাতে থাকা রাস্তা অবিলম্বে মেরামতির নির্দেশ দিয়েছে নবান্ন।

সরকারি সূত্রে খবর কেএমডিএ, পিডব্লুডি এবং সেচ দফতর থেকে জেলার আধিকারিকদের রাস্তাঘাট নিয়ে রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। কোথায় রাস্তা কতটা খারাপ, কতটা মেরামত প্রয়োজন তার বিস্তারিত তথ্য জোগাড় করতে হবে। তারপর দ্রুত যাতে মেরামতের কাজ শুরু করা যায় তার জন্যেই তৈরি থাকতে হবে আধিকারিকদের।

পূর্ত দপ্তরের করা সমীক্ষা অনুযায়ী কলকাতা পুর এলাকায় থাকা ৩১৮টি রাস্তার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ডায়মন্ড হারবার রোড।

লাগাতার বৃষ্টিতে রাজ্য জুড়ে প্রায় ১৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত

এছাড়া মোমিনপুর, একবালপুরের রাস্তা, উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিটের বেশ কিছু রাস্তা এবং বড়বাজারের রাস্তাও খানাখন্দে ভরে গিয়েছে। তবে শুধু কলকাতা পুরসভা নয়, পিডব্লুডি কেএমসির অধীনে যে সমস্ত রাস্তা আছে বিভিন্ন জেলায়, সেখানেও পুজোর আগেই রাস্তা মেরামত করার চেষ্টা করা হবে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার অবস্থাও ভাল নয়। সূত্রের খবর, এই সমস্ত রাস্তা যত তাড়াতাড়ি সম্ভব মেরামতের নির্দেশ দিয়েছে নবান্ন।

সম্পর্কিত পোস্ট