স্কুলের ছাত্রছাত্রীদের দু’সেট করে পোশাক দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের
দ্য় কোয়ারি ওয়েবডেস্কঃ স্কুলের ছাত্রছাত্রীদের দু’সেট করে পোশাক দিয়ে দিতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যেই। পঞ্চায়েত দপ্তরকে এমনই নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি। শনিবার তিনি শিক্ষা, স্বাস্থ্য, পঞ্চায়েত, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ সহ সাতটি দপ্তরের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে মুখ্যসচিব নির্দেশ দেন, ২৪ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ন’মাসের শিশুদের রুবেল ভ্যাকসিন দিয়ে দিতে হবে।
একইসঙ্গে রাজ্যে যে নতুন ৩২ টি শিল্পতালুক গড়ে তোলার কথা হয়েছে, তার পরিকাঠামো দ্রুত শেষ করতে বলা হয়েছে। তার মধ্যে রয়েছে সিঙ্গুরের তালভোমরা মৌজায় ৬.৩২ একর জমির ওপরে নির্মীয়মান শিল্পতালুকও। শিল্পতালুকগুলিতে বিনিয়োগ নিয়েও বিভিন্ন দপ্তরকে উদ্যোগী হতে বলা হয়েছে।
রাজস্থানে তাক লাগানো সাফল্য এসএফআইয়ের, অন্তত ৩০ কলেজে ছাত্র সংসদ গঠনের পথে
গত বৃহস্পতিবার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দপ্তরের সচিব রাজেশ পাণ্ডে ন’টি জেলায় জেলাশাসকদের সঙ্গে ৩২ টি শিল্পতালুক নিয়ে বৈঠকে বসেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন জেলার শিল্পপতিরাও।
স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক দেওয়ার জন্য ইতিমধ্যে পঞ্চায়েত দপ্তর থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পঞ্চায়েত সচিব পি উলগানাথন জানিয়েছেন, পঞ্চায়েত কর্তারা সব জেলা ঘুরে রিপোর্ট দেবেন। তার ভিত্তিতে নানা স্কুলে দ্রুত পোশাক পৌঁছে দেওয়া হবে।