Biswa Bangla Logo : দুর্নীতি রুখতে সমস্ত ত্রাণ সামগ্রীতে বিশ্ববাংলার লোগো ব্যবহারের সিদ্ধান্ত রাজ্যের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ত্রাণ-দুর্নীতি রুখতে রাজ্য সরকার এবার ত্রিপলের মতো সমস্ত ত্রাণ সামগ্রীতে বিশ্ববাংলা লোগো ( Biswa Bangla Logo ) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। ত্রাণের সামগ্রী চুরি করে খোলা বাজারে কেনা বেচা এড়াতেই এই সিদ্ধান্ত বলে রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান জানিয়েছেন।

তিনি জানান, কয়েকমাসের মধ্যেই লোগো ( Biswa Bangla Logo ) দেওয়া ত্রিপল তৈরি হয়ে যাবে। ঘূর্ণিঝড়, বর্ষার ত্রিপল-সহ ত্রাণ সামগ্রীও প্রস্তুত রাখা হচ্ছে। গত বছর আম্ফান ও ইয়াস ঘূর্ণিঝড়ের সময় ত্রাণ সামগ্রী বণ্টন নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। সেই পথ বন্ধ করতে এবার ত্রিপল-সহ সব ত্রাণ সামগ্রীতে বিশ্ব বাংলার লোগো লাগানোর সিদ্ধান্ত।

উল্লেখ্য, কাঁথি পুরসভা থেকে ত্রিপল চুরির ঘটনায় বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম জড়িয়েছিল। অভিযোগ, তাঁর নির্দেশেই পুরসভার গুদাম থেকে লক্ষাধিক টাকার ত্রিপল সরানো হয়, যাতে সাহায্য করেন পুরসভার দুই কর্মচারী। জাভেদ খানের দাবি, লোগো থাকলে কাঁথি পুরসভার ঘটনার পুনরাবৃত্তি হবে না। হলেও দোষীরা সহজে ধরা পড়বে।

Amit Shah : শাহী সফরে তৎপর রাজ্য নেতৃত্ব, ভোকাল টনিকে আদৌ ফিরবে তো কর্মীদের মনোবল?

মে মাস এমনিতেই ঘূর্ণিঝড় প্রবণ। তারওপর ইদানিংকালে দেখা যাচ্ছে রাজ্যে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আগেকার মতো ধারাপাত এখন আর দেখা যাচ্ছে না। বরঞ্চ দেখা যাচ্ছে অল্প সময়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আর তার জেরে একাধিক জেলায় ঘটছে বন্যার ঘটনা।

তারওপর তো আছে ঝড়ের প্রকোপ। প্রতিটি ক্ষেত্রেই রাজ্য সরকারের তরফে ত্রাণের যথাযথ ব্যবস্থা করা হয়। কিন্তু তারপরেও অভিযোগ ওঠে দুর্গতরা ত্রাণ পাচ্ছেন না। বেশ কিছু ক্ষেত্রে অভিযোগ ওঠে ঘুরপথে তা খোলাবাজারে বিক্রি করে দেওয়া হয়।

ত্রাণ সামগ্রীতে বিশ্ববাংলার লোগো

সেই ঘটনা ঠেকাতেই এবার রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়ে ত্রিপল থেকে শুরু করে খাবার জলের প্যাকেট সব কিছুতেই থাকবে বিশ্ববাংলার লোগো ( Biswa Bangla Logo )। ফলে তা নিয়ে আর দুর্নীতি হবে না। কেউ তা করতে গেলেই মুহুর্তের মধ্যে ধরাও পড়বে।

এতদিন ত্রাণের কাজে শুধু কালো রঙের সরকারি ত্রিপল ব্যবহার হত। এবার কালোর পাশাপাশি নীল ও হলুদ রঙের ত্রিপলও দেওয়া হবে। অন্যদিকে আসন্ন বর্ষা ও সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের প্রস্তুতিতে ইতিমধ্যে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আগামী শুক্রবার দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানেই চূড়ান্ত হবে রূপরেখা।

সম্পর্কিত পোস্ট