West Bengal Internship Scheme 2022 : প্রতিবছর সরকারী দফতরে ইন্টার্নশিপ করার সুযোগ
দ্য কোয়ারি ওয়েবডস্কঃ রাজ্যের তরুণ প্রজন্মের কর্মসংস্থান এবং সার্বিক উন্নতির লক্ষ্যে পদক্ষেপ করছে রাজ্য সরকার। তরুণ সমাজকে হাতে কলমে কাজ শিখিয়ে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে চাকরির সুযোগ করে দিতে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল ইন্টার্নশিপ স্কিম ২০২২ ( West Bengal Internship Scheme 2022 ) নামে প্রকল্প ঘোষণা করেছে।
নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্প গৃহীত হয়। পরে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, এবার থেকে প্রতি বছর রাজ্য সরকার ৬০০০ করে পড়ুয়াকে বিভিন্ন দফতরে শিক্ষানবিস ( West Bengal Internship Scheme 2022 ) হিসেবে নিয়োগ করবে। ওই সব শিক্ষানবিশরা সেখানে হাতেকলমে কাজ শেখার পাশাপাশি প্রতিমাসে ৫০০০ টাকা করে ভাতাও পাবে।
West Bengal Internship Scheme 2022
এক বছর হাতে কলমে কাজ শেখার পর তাদেরকে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে সার্টিফিকেট দেওয়া হবে। যার মাধ্যমে পরবর্তীকালে রাজ্য সরকারের চাকরির ( West Bengal Internship Scheme 2022 ) ক্ষেত্রে আবেদন করলে যেমন বাড়তি নম্বর পাবে তাঁদের ওই অভিজ্ঞতার জন্য তেমনি বেসরকারি ক্ষেত্রেও তাঁরা নানা জায়গায় কাজ পেতে সুবিধা পাবে।
এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজ্যের কিশোর ও যুব সম্প্রদায়কে আকৃষ্ট করতে এনসিসি’র ধাঁচে রাজ্যের প্রতিটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে জয়হিন্দ বাহিনী গড়া হবে।
Kolkata Mumbai Flight : সপ্তাহে সাত দিনই চলবে কলকাতা- মুম্বাই উড়ান, ব্রিটেনের বিমান অবতরণে অনুমতি
সেই বাহিনীর কাজই হবে রাজ্যের বিপর্যয়ের সময়ে আমজনতার পাশে দাঁড়ানো। সমাজে কেউ বিপদে পড়লে তাঁকে কীভাবে সাহায্য করা যায় তা দেখবে এই জয় হিন্দ বাহিনী৷ সেই সঙ্গে এই বাহিনীর নির্বাচিত ক্যাডাররা ২৬ জানুয়ারি ও ১৫ আগস্ট রেড রোডের প্যারেডেও অংশ নিতে পারবে।