প্রতিদিন করোনা টেস্টের সংখ্যায় দেশে ছয় নম্বরে উঠে এল রাজ্য
সর্নিকা দত্ত
কয়েকদিন আগে পর্যন্তও রাজ্যকে বারবার করোনা পরীক্ষার সংখ্যা নিয়ে বিরোধী সমালোচনার মুখে পড়তে হয়েছিল। সিপিএম কংগ্রেস বিজেপি একযোগে অভিযোগ তুলেছিল,রাজ্য সরকার নাকি টেস্টের সংখ্যা বাড়াতে চাইছে না।
মূল সমস্যা তখন ল্যাবের সংখ্যা হলেও বিরোধী দলগুলি এই সত্য মানতে চাইছিল না। মাত্র ১০ দিনের ব্যবধানে এই চিত্রের অমূল্য রাজ্য। ল্যাবের সংখ্যা বাড়তেই করোনা টেস্টের সংখ্যায় গোটা দেশে প্রথম দশে ঢুকে পড়ল রাজ্য। এক্ষেত্রে রাজস্থান দশম নয়, রাজ্য রয়েছে ষষ্ঠ স্থানে। আর ল্যাব পিছু টেস্টের সংখ্যা ধরলে রাজ্যের অবস্থান আরো উপরে।
এই মুহূর্তে করোনা সংক্রমনের দিক দিয়ে দেশে প্রধান ভরকেন্দ্র হলো তিনটি রাজ্য মহারাষ্ট্র, গুজরাট এবং মধ্যপ্রদেশ। এক্ষেত্রে বিজেপি শাসিত গুজরাট প্রথম দশে থাকলেও এবং মধ্যপ্রদেশ টেস্টের সংখ্যায় প্রথম দশ-এ ঢুকতেই পারেনি।কিন্তু যে রাজ্যকে নিয়ে কেন্দ্রের এত সমালোচনা সেই পশ্চিমবঙ্গ এই মুহূর্তে টেস্টের সংখ্যায় রয়েছে ৬ নম্বরে।
১৭ মে আইসিএমআরের তথ্য অনুসারে এই মুহূর্তে করোনা টেস্টের সংখ্যায় সবার উপরে রয়েছে তামিলনাড়ু।এক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্রের নাম। তৃতীয় স্থানে রাজস্থান চতুর্থস্থানে অন্ধ্রপ্রদেশ, পঞ্চম স্থানে রয়েছে উত্তর প্রদেশ। আর ষষ্ঠ স্থানে রয়েছে মমতার বাংলা।টেস্টের সংখ্যায় সপ্তম অষ্টম নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে কর্ণাটক গুজরাট দিল্লি এবং জম্মু কাশ্মীর।
আইসিএমআর-এর দেওয়া তথ্য অনুসারে তামিলনাড়ুতে প্রতিদিন টেস্টের সংখ্যা ১৩০৮১। এখানে ল্যাবের সংখ্যা ৬১। অতএব এখানে ল্যাব প্রতি গড়ে ২১৪ টি টেস্ট রোজ হয়।
মহারাষ্ট্রে মোট ল্যাব ৬৪। এই রাজ্যে মোট প্রতিদিন টেস্ট হয় ১২২২৫ জনের।এখানে ল্যাব পিছু প্রতিদিন টেস্ট হয় ২০০- এর কিছু কম।
রাজস্থানে এই মুহূর্তে ল্যাবের সংখ্যা ২১ টি। তারা নিয়মিত ল্যাব পিছু ৫০০ টি করে টেস্ট হয়। রোজ ১০৫০৭ জনের পরীক্ষা করে রাজ্যটি।
অন্ধ্রপ্রদেশ রাজ্যে রোজদিন ৯৮৮০ জনের পরীক্ষা হয়। এখানে ল্যাবের সংখ্যা ৫২ টি। অতএব ল্যাব প্রতি টেস্টের সংখ্যা ১৯০ টি।
এবার উত্তরপ্রদেশের কথায় আসা যাক। এখানে রোজদিন করোনা পরীক্ষা করা হয় ৯১১৪ জন মানুষের। এখানে ল্যাবের সংখ্যা মাত্র ২৬। সে দিক থেকে বিচার করলে উত্তর প্রদেশে ল্যাব প্রতি প্রতিদিন পরীক্ষা হয় ৩৫০ জনের।
সেখানে এই রাজ্যে বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন করোনা টেস্ট করা হচ্ছে ৮৬৬৮ জনের। এ রাজ্যে মঞ্জুরি দিয়েছে এমন ল্যাবের সংখ্যা মাত্র ২২টি।
আমাদের রাজ্যে ল্যাব প্রতি টেস্টের সংখ্যা ৩৯৪। অতএব পিছু প্রতিদিন টেস্টের সংখ্যা ধরলে আমরা এই মুহূর্তে দেশের মধ্যে দুই নম্বরে। আমাদের আগে রয়েছে একমাত্র রাজস্থান।
যারা প্রতিদিন প্রত্যেক ল্যাবে ৫০০ টি করে করোনা পরীক্ষা করাচ্ছেন। এতদিন যারা টেস্ট নিয়ে সরব ছিলেন, এই পরিসংখ্যানে তারা নিশ্চয়ই খুশি হবেন।