১০০ দিনের কাজে আবারও সেরা বাংলা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের সেরার শিরোপা বাংলার। এবার নিয়ে পর পর চারবার ১০০ দিনের কাজে দেশের মধ্যে সেরা হল মমতা বন্দ্যপাধ্যায়ের বাংলা।

তথ্য বলছে, ২০২০-২১ অর্থবর্ষে এই রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্পে মোট ৩৫ কোটি ৬৯ লক্ষ কর্মদিবস সৃষ্টি হয়েছে, যা সারা দেশের নিরিখে রেকর্ড। এর ফলে প্রায় এক কোটি দশ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে, সেটাও লকডাউনের মধ্যেই।

এর আগের বছরগুলোতে এই কর্মদিবসের সংখ্যা ছিলো প্রায় ২২ কোটি, ২৮ কোটি ও ৩২ কোটি। এবার সব হিসাব ছাপিয়ে তা পৌঁছে গিয়েছে প্রায় ৩৬ কোটির দোরগোড়ায়। যা সারা দেশের নিরিখে সর্বকালীন রেকর্ড।

আরও পড়ুনঃ নন্দীগ্রামের ‘পালস’ বুঝতে তৃণমূল পাঠাচ্ছে অভিজ্ঞ সুব্রতকে

বিশেষ করে এই আর্থিক বছরের প্রায় অর্ধেকটাই কোভিডের ফলে লকডাউনের কারণে কাজ বন্ধ ছিলো। তা সত্ত্বেও আনলক পর্ব শুরু হওয়া বা আমফান পরবর্তী সময়ের কাজ, রাজ্যকে ১০০ দিনের প্রকল্পে সবচেয়ে এগিয়ে দিয়েছে।

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক এদিন রাজ্য পঞ্চায়েত দফতরকে জানিয়েছে, ইতিমধ্যেই এই রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্পে ৩৬ কোটি কর্মদিবসের সৃষ্টি হয়েছে। তাই আগামী ৩০ মার্চ পর্যন্ত এই রাজ্যে যেন আরও ২ কোটি কর্মদিবস এই প্রকল্পের মাধ্যমে তৈরি করা যায়।

তাহলে ২০২০-২১ অর্থবর্ষে মোট ৩৮ কোটি কর্মদিবস তৈরি হবে ১০০ দিনের কাজের প্রকল্পে। যদিও নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারই কেন্দ্রকে প্রস্তাব দিয়েছিল আরও ৫ কোটি কর্মদিবস তৈরি করার সুযোগ দেওয়া হোক বাংলাকে চলতি অর্থবর্ষে।

অথচ এদিন কেন্দ্র মাত্র ২ কোটির অনুমোদন দিয়েছে। আসলে একুশের নির্বাচনে উন্নয়নকে সামনে রেখেই ভোটযুদ্ধে নামছে তৃণমূল কংগ্রেস। সেখানে কেন্দ্রের এই স্বীকৃতি রাজ্যের শাসক দলকে বাড়তি অক্সিজেন দেবে।

সম্পর্কিত পোস্ট