করোনা আবহে ফলপ্রকাশ হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের, পাশ করেছন ১০০% ছাত্রছাত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চলতি বছরের হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের ফল প্রকাশিত হয়েছে। মাধ্যমিকের মত একশ শতাংশ পরীক্ষার্থী মূল্যায়নে উত্তীর্ণ হয়েছে। তবে পরীক্ষা না হওয়ায় কোনও মেধা তালিকা প্রকাশ করা হয়নি।
এবছর হাই মাদ্রাসায় পরীক্ষার্থী ছিলেন ৫৬,৫০৭ জন। এদের মধ্যে ছাত্র সংখ্যা ছিল ১৬,৫৭৬ ও ছাত্রীদের সংখ্যা ছিল ৩৯,৯৩১। অন্যদিকে, আলিম ও ফাজিল-এও সবাই পাস করেছে। হাই মাদ্রাসার ক্ষেত্রে গতবছর পাসের হার ছিল ৬৮.১৫ শতাংশ, আলিমে পাসের হার ছিল ৮৮.৫৬ ও ফাজিলে পাসের হার ছিল ৮৯.৫৬ শতাংশ।
ছাত্রছাত্রীরা নিজের প্রতিষ্ঠান থেকে মার্কশিট, সার্টিফিকেট পাবে। মার্কশিট বিতরণ কেন্দ্রগুলি – উত্তরবঙ্গের মালদহ, কোচবিহার, দার্জিলিং এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান। এসব জেলার মাদ্রাসা অফিসগুলিতে অ্যাডমিট কার্ড দেখিয়ে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য, করোনা আবহের মধ্যেই এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। করোনা আবহে মাধ্যমিকের মতো এই বছর বাতিল হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষাও। বিগত পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিশেষ ফর্মুলায় হয়েছে মূল্যায়ন। করোনা আবহে বাতিল হয়েছিল ২০২১ সালের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা। এবার মূল্যায়নের ভিত্তিতে তিনটি পরীক্ষার ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ।
সংসদীয় কমিটির চেয়ারপার্সন হলেন মমতা বন্দ্যোপাধ্যায়
এই মিডিয়ামেও ১০০% পরীক্ষার্থী পাশ করেছেন। তবে এই পরীক্ষার ফলে যারা সন্তুষ্ট নয় তারা চাইলে পরীক্ষা দিতে পারবেন। তার জন্যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদে আবেদন জানাতে হবে। সেই ভিত্তিতে পর্ষদ পরীক্ষার দিন জানাবে। সেই পরীক্ষার ফল চূড়ান্ত বলে গণ্য হবে বলে জানান পর্ষদ সভাপতি আবু তাহের কামরুদ্দিন।