WB By-election 2021: বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আপাত শান্তিপূর্ণ ভাবে ৩ কেন্দ্রে চলছে ভোট গ্রহণ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনাকালে রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে চলছে ৩ কেন্দ্রে ভোট গ্রহণ। সংক্রমণের কথা মাথায় রেখে, একাধিক নির্দেশ জারি করেছে কমিশন। যার মধ্যে নজরে রয়েছে ভবানীপুর।

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৭০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বুথ ও আশেপাশের এলাকা ও বিভিন্ন ওয়ার্ডের সমস্ত বুথে ঘোরেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তারপর ভবানীপুরের ১২৬ নম্বর বুথ জ্যামের অভিযোগ তোলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী।

পদ্ম শিবিরের প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল জানিয়েছেন যে কলকাতা পুরসভার ৭২ নম্বর ওয়ার্ডে অবস্থিত ১২৬ নম্বর বুথ জ্যাম করেছে তৃণমূল।

দাপুটে নেতা মদন মিত্র ওই এলাকার বাসিন্দা। সেখানের বুথ দখল করার অভিযোগ উঠেছে মদন মিত্রের বিরুদ্ধে। সেই সঙ্গে কামারহাটির বিধায়কের বিরুদ্ধে ইভিএম কারচুপি করার অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী।

অন্যদিকে ভোট চলাকালীন মুর্শিদাবাদ জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আনারুল হককে আটক করল সামশেরগঞ্জ থানার পুলিশ। বুধবার রাতে সামসেরগঞ্জের ঘনশ্যামপুর এলাকায় গন্ডগোলের জেলা পরিষদ সদস্যকে আটক করেছে পুলিশ।

সকাল ৭টা থেকে রাজ্যের তিন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে ভবানীপুরে বিধানসভা উপনির্বাচন হচ্ছে। রাজ্যের আরও দু’টি কেন্দ্র— সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরেও একই সঙ্গে হচ্ছে বকেয়া বিধানসভা ভোট।

ভোট পর্ব আপাতত শান্তিপূর্ণ।সমস্ত বুথে আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া অলিগলিতে চলছে এরিয়া ডমিনেশন। দলে রয়েছেন ৫ জন জয়েন্ট কমিশনার, ১৪ জন ডেপুটি কমিশনার, ১৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ১০০ জন ট্রাফিক সার্জেন্ট।

ভবানীপুরে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৭.৫৭ শতাংশ ৷ অন্য দিকে, জঙ্গিপুরে ভোটের হার ১৭.৫১ এবং সামশেরগঞ্জে ১৬.৩২ শতাংশ৷ মনে করা হয়েছিল, প্রাকৃতিক দুর্যোগের ফলে ভোটারের সংখ্যা কম হবে৷

আজ সকাল থেকেই আকাশ পরিষ্কার৷ কোনও রকম ঝড়বৃষ্টির আভাস নেই৷ জমে নেই জলও৷ ভবানীপুরের মতো হেভিওয়েট কেন্দ্রে সকাল থেকেই কোনওরকম বড় ভোটের লাইন চোখে পড়েনি৷

এলাকাবাসীদের মত, ভবানীপুরের মতো কেন্দ্রে সকালের দিকে মোটামুটি কম লাইনই দেখা যায়৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভিড় বাড়তে থাকে৷

কমিশনের তরফে জানানো হয়েছে, ভবানীপুর-সহ কোথাও খুব বেশী কোনও সমস্যা বা গণ্ডোগোলের খবর নেই৷ আপাত শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছে৷ কমিশনের আশা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভিড় বাড়বে ভোট কেন্দ্রগুলিতে৷

সম্পর্কিত পোস্ট