লকডাউনের ভোরে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত কলকাতা পুলিসের প্রথম মহিলা ওসি সহ ২

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আজ গোটা রাজ্য জুড়ে লকডাউন। তারই মাঝে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল রাজ্য পুলিসের কম্যান্ডিং অফিসার দেবশ্রী চট্টোপাধ্যায় সহ ২ জনের। মৃতেরা হলেন পুলিশ আধিকারিকের নিরাপত্তারক্ষী তাপস বর্মন ও গাড়ির চালক মনোজ সাহা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকাল সাড়ে ৬ টা নাগাদ হুগলীর দাদপুর থানা এলাকায় ২ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা বালি বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা মারে দেবশ্রী চট্টোপাধ্যায়ের গাড়ি।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে থাকায় ধাক্কা মারার পরই দুমড়ে মুচড়ে যায়। পুলিশ আধিকারিক সহ তাঁর নিরাপত্তরক্ষী এবং চালককে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।

হুগলি পুলিশের তদন্তকারীদের প্রাথমিক অনুমান,  কোনওভাবে গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। আর সেই কারণেই ভোরের দিকে ঘুমের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে তাঁদের গাড়ি।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/foreign-ministers-of-the-two-countries-in-a-meeting-on-ladakh/

কলকাতা পুলিসের প্রথম মহিলা ওসি ছিলেন দেবশ্রী চট্টোপাধ্যায়। কলকাতা পুলিসের অন্যতম দক্ষ অফিসার বলেও পরিচিত ছিলেন তিনি। ২০১০ সালে কলকাতা উত্তর বন্দর থানার ওসির দায়িত্ব নেন। পরবর্তীতে পদোন্নতি হয়ে তিনি রাজ্য পুলিশে বদলি হয়ে যান। বর্তমানে ডাবগ্রামের ১২ নং ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার ছিলেন তিনি।

বৃহস্পতিবার রাতেই পর্ণশ্রী এলাকার স্থায়ী বাসিন্দা ডাবগ্রাম থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন। পুলিস সূত্রে জানা গিয়েছে দেবশ্রী চট্টোপাধ্যায়ের স্বামীও কলকাতা পুলিশের আধিকারিক ছিলেন। তবে তিনি স্বেচ্ছা অবসর নিয়ে নিয়েছেন। তাঁদের এক ছেলেও রয়েছে।

সৎ, দক্ষ রাজ্য পুলিশের আধিকারিকের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্য়ায়।

পশ্চিমবঙ্গ সরকার
তথ্য ও সংস্কৃতি বিভাগ
নবান্ন
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড
হাওড়া- ৭১১১০২

স্মারক সংখ্যাঃ ১০৪/আইসিএ/এনবি
তারিখঃ ১১/০৯/২০২০

মুখ্যমন্ত্রীর শোকবার্তা

কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার দেবশ্রী চ্যাটার্জির মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ হুগলির দাদপুরে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান। বয়স হয়েছিল ৪৫ বছর।

দক্ষ এই পুলিশ আধিকারিক পরিশ্রম ও নিষ্ঠার গুণে ডেপুটি কমিশনার পর্যায়ে উন্নীত হন। রাজ্য পুলিশেও তিনি কর্মকৃতির স্বাক্ষর রাখেন। মানবপাচার রোধে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পান।

তাঁর মৃত্যুতে আমরা এক দক্ষ পুলিশ অফিসারকে হারালাম।

আমি দেবশ্রী চ্যাটার্জির পরিবার-পরিজন ও অনুরাগীদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

মমতা বন্দ্যোপাধ্যায়

সম্পর্কিত পোস্ট