West Bengal State Budget 2021- আজই পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন রাজের পরিষদীয় ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অমিত মিত্র অসুস্থ থাকায় তিনি আসতে পারবেনা বিধানসভায়। তবে বিধানসভায় ভার্চুয়াল বাজেটে যেহেতু কোন অনুমতি নেই তাই এবার বাজেট পেশ করবেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।।

২ জুলাই শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্যপালের বক্তৃতা দিয়ে বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও বিজেপির তুমুল বিরোধিতায় ভাষণ শেষ না করেই বিধানসভা ছাড়েন রাজ্যপাল। ৬ তারিখ বিধানসভায় বিধান পরিষদ সংক্রান্ত বিল পাস হয়। বিজেপির প্রবল বিরোধিতা সত্ত্বেও সেই বিল পাস করতে সক্ষম হয় রাজ্য সরকার। তবে বিধান পরিষদ নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

প্রয়াত বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার

গোটা আর্থিক বছরের বাজেট পেশ হবে এই অধিবেশনে। এই বাজেট আসলে হিসেব মেলানো বাজেট। একুশের নির্বাচনী ইশতেহারে মমতা বন্দ্যোপাধ্যায়  যে যে ঘোষণা করেছিলেন তার কতটা প্রতিফলন ঘটেছে এই বাজেটের সেই হিসেব কষা হবে। তার মধ্যে রয়েছে দুয়ারে রেশন থেকে শুরু করে মহিলাদের খাতে খরচ এবং এবং ছাত্র-ছাত্রীদের ক্রেডিট কার্ড। এ ছাড়াও রয়েছে পৌরসভা ভোট বকেয়া। গোটা বিষয়টাই বাড়িতে বসে প্রত্যক্ষ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

সম্পর্কিত পোস্ট