টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডের ঘটনায় রাতেই অপসারিত পুর-কমিশনার, বিজ্ঞপ্তি নবান্নের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ হাওড়া টিকিয়াপাড়ার ঘটনায় আগেই প্রশাসনের তরফে কড়া হুঁশিয়ারীর কথা জানিয়ে দেওয়া হয়েছিল। সেই মোতাবেক রাতেই সরিয়ে দেওয়া হল পুর কমিশনার বিজিন কৃষ্ণাকে। ঘটনার দিনই রাত ১১ টা নাগাদ নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়। আপাতভাবে জেলাশাসক ধবল জৈন আপাতত পুর কমিশনার পদের দায়িত্ব সামলাবেন।
এই বদলি সিদ্ধান্তের পরই গোটা হাওড়া জুড়ে লকডাউন পরিস্থিতিতে আরও কঠোর হয়েছে প্রশাসন। দিকে দিকে শুরু হয়েছে ধরপাকড়। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই এলাকাজুড়ে শুরু হয়েছে টহলদারি। সতর্ক করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সেইসঙ্গে খোঁজ চালানো হচ্ছে অভিযুক্তদের।
দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে,হাওড়ার ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারী মুখ্যমন্ত্রীর
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মঙ্গলবারের ঘটনায় চার পুলিশ কর্মী সহ আহত হয়েছে স্থানীয় দুই মহিলাও। এদিন ভাঙচুুর করা হয়েছে পুলিশের দুটি গাড়িও।
প্রসঙ্গত, এই ঘটনার পরই রাজ্য পুলিশ টুইট করে জানিয়ে দেন কোনোভাবেই অপরাধীদের রেয়াত করা হবে না। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হবে বলেও জানানো হয়। তারপরই সেই টুইট রিটুইট করেন মুখ্যমন্ত্রী। প্রকারান্তরে বুঝিয়ে দেন কোনোভাবেই ছাড়া হবে না অপরাধীদের।
উল্লেখ্য রাজ্যে ক্রমেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। রেড জোন হিসাবে হাওড়াকে আগেই শনাক্ত করা হয়েছিল। প্রথম থেকেই কড়া নজরদারি চলছিল জেলা জুড়ে। এদিনের ঘটনার পর তা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।